
ssc chairman ৪০ ঘন্টা পর ঘেরাওমুক্ত
ssc chairman ৪০ ঘন্টা পর ঘেরাওমুক্ত ওয়েব ডেস্ক ডিজিটাল বেঙ্গল, ২৩ এপ্রিলঃ ssc chairman সুপ্রিম রায়ে চাকরি হারাদের আন্দোলনে এসএসসি অফিসেই ঘেরাও হয়েছিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মুখার্জি। অবশেষে শর্তসাপেক্ষে আজ তিনি ঘেরাওমুক্ত হতে পেরেছেন। তবে দপ্তরের অন্য কর্মীরা ভেতরে আটকেই রয়েছেন। টানা ৪০ ঘন্টা পর ঘেরাওভুক্ত হতে পারায় কিছুটা স্বস্তিতে এসএসসি চেয়ারম্যান। আজ বিশেষ একটি মামলায়…