Seminar | নারীদের উন্নয়নে নজরুলের অবদান নিয়ে সেমিনার

Seminar on Nazrul's contribution to women's development

কালিয়াচক, ডিজিটাল বেঙ্গল, ৭মেঃ ব্রিটিশ শাসনকালে কবি কাজি নজরুল ইসলাম সরাসরি স্বাধীনতা অন্দোলনে অংশগ্রহণ করেননি।কিন্তু তাঁর লেখনীর মাধ্যমে তিনি সমাজের নানা চেহারা তুলে ধরেছিলেন। বিশেষ করে তৎকালীন সমাজে নারীরা কীভাবে বঞ্চিত হতেন, সেই ছবি অনেকটাই উঠে এসেছে এই বিপ্লবী কবির লেখনীতে। এই বিষয়ে আলোচনা করতেই আজ কালিয়াচক কলেজে এক সেমিনারের আয়োজন করা হয়। কলেজের কনফারেন্স হলে আয়োজিত এই সেমিনারে একদিকে যেমন সরাসরি অধ্যাপক অধ্যাপিকাদের অংশ নিয়েছিলেন, তেমনই হাজির ছিলেন ছাত্রছাত্রীরাও।স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ নাজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধন  করেন গৌড়বঙ্গ বিষবিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়।কালিয়াচক কলেজের অধ্যক্ষ নাজিবুর রহমান জানান,এদিনের এই সেমিনারটি অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়েছে। দেশবিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতনামা শিক্ষাবিদরা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।

অধ্যক্ষ নাজিবুর রহমান জানান, আজ কালিয়াচক কলেজে একটি আন্তর্জাতিক মানের সেমিনার হয়েছে। সেখানে শুধু দেশেরভ বিভিন্ন রাজ্য নয়, অন্য দেশ থেকেও বক্তারা নিজেদের প্রবন্ধ পাঠ করেন। ইরানের একটি কলেজের এক শিক্ষিকা তাঁর লেখনীর মাধ্যমে নারী সমাজের উন্নয়নে কাজি নজরুলের অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও আরেক ছাত্রী তাবরেজ দাসও নারীদের উন্নয়নেরর কথা কবিতার মাধ্যমে তুলে ধরেন।

Merit List of HS | উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ৭২, প্রথম বর্ধমানের রূপায়ণ পাল

One thought on “Seminar | নারীদের উন্নয়নে নজরুলের অবদান নিয়ে সেমিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *