ruposhree রুপশ্রী প্রকল্পে ভুয়ো নথি, জেলে গেলেন বাবা

kotwali policestation

ruposhree ডিজিটাল বেঙ্গল, জলপাইগুড়ি, ২৫ মেঃ মেয়ের বিয়ের জন্য রুপশ্রী প্রকল্পের আবেদনই কাল হল বাবার। মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন। বিয়ের আগের দিন হঠাৎ বাড়িতে এল পুলিশ। শ্রীঘরে গেলেন মেয়ের বাবা। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের উত্তর সুকান্তনগরে। অভিযোগ, সরকারি অনুদান পেতে ওই ব্যক্তি ভুয়ো নথিপত্র দাখিল করেছিলেন। প্রশাসনিক তদন্তে তা প্রমাণিত হতেই থানায় দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই বাড়িতে হানা দিয়ে বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।শনিবার তাঁকে কোতোয়ালি থনার পুলিশ জলপাইগুড়ি আদালতে পেশ করে।

কারণ হিসেবে জানা গিয়েছে, রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকার জন্য মেয়ের নকল জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন বাবা । বিষয়টি নজরে আসতেই বিয়ের আগের দিন গ্রেফতার করা হয় সফি মহম্মদ নামে ওই ব্যক্তিকে। শনিবার কোতয়ালি থানার পুলিশ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলে । জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

জানা গিয়েছে, রূপশ্রী প্রকল্পের টাকার জন্য মহম্মদ সফি জলপাইগুড়ি সদর বিডিও অফিসে মেয়ের জন্মের যে সার্টিফিকেট জমা করেছিলেন সেটা জলপাইগুড়ি পুরসভার থেকে দেওয়া হয়েছিল। রূপশ্রীর আবেদনের সার্টিফিকেট-সহ অন্যান্য বিষয়গুলো ভেরিফিকেশন করতেই অসামঞ্জস্য লক্ষ্য

জলপাইগুড়ি বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর সুকান্তনগর কলোনীর বাসিন্দা সফি মহম্মদের মেয়ের সঙ্গে হলদিবাড়ির এক যুবকের বিয়ে ঠিক হয় । রবিবার বিয়ে ছিল । এদিকে বিয়ের খরচ তুলতে বেশ কয়েকদিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকার জন্য সদর ব্লক বিডিওর কাছে আবেদন করেন সফি । কিন্তু তাতে জমা দেওয়া জন্ম সার্টিফিকেট দেখে সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের । তখনই বিষয়টি সামনে আসে ।

জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার জানান, সফি মহম্মদের মেয়ের রূপশ্রী প্রকল্পের আবেদনের সঙ্গে মেয়েটির জন্মের প্রমাণপত্র দেখে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের সন্দেহ হয় । জন্মের সার্টিফিকেটটি সাধারণত যেমন সার্টিফিকেট হয় সেই রকম দেখতে ছিল না । এরপরেই সফি মহম্মদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বিডিও অফিসে । তার কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি কোতয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । জাল সার্টিফিকেট তিনি কোথা থেকে পেলেন তারও তদন্ত করা হচ্ছে । ধৃতকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । পাশাপাশি, যেহেতু পুরসভার দেওয়া বার্থ সার্টিফিকেট তাই এই ঘটনায় পুরসভার কর্মীদেরও জিজ্ঞসাবাদ করা হতে পারে জানা গিয়েছে ।

 

15 thoughts on “ruposhree রুপশ্রী প্রকল্পে ভুয়ো নথি, জেলে গেলেন বাবা

  1. Эта статья для ознакомления предлагает читателям общее представление об актуальной теме. Мы стремимся представить ключевые факты и идеи, которые помогут читателям получить представление о предмете и решить, стоит ли углубляться в изучение.
    Детальнее – https://vyvod-iz-zapoya-1.ru/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *