rain তীব্র গরমের জ্বালা কাটিয়ে অবশেষে স্বস্তিতে উত্তর বঙ্গবাসী

rain

rain তীব্র গরমের জ্বালা কাটিয়ে অবশেষে স্বস্তিতে উত্তর বঙ্গবাসী

ডিজিটাল বেঙ্গল, মালদা, ২৯ এপ্রিলঃ বেশ কয়েকদিন ধরে চলছিল প্রকৃতির কোপ। প্রবল গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জনজীবন। সকাল থেকেই তীব্র রোদ। সেই সঙ্গে তাপপ্রবাহ। নিস্তার পেতে অনেকেই প্রায় ঘরবন্দী হয়ে পড়েছিলেন । খুব প্রয়োজন ছাড়া বাইরে লোকজনের দেখানো ছিল কম। ফলে রাস্তাঘাট ছিল অনেকটা শুনশান।

উত্তরের সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দপ্তর গরমের এ প্রকোপ থেকে বাঁচার অভয় বাণী দিলেও প্রকৃতি তাকে কার্যতো মিথ্যে প্রমাণিত করে চলেছিল। তবে দিন দুয়েক আগে হাওয়া অফিস আশ্বাস দিয়েছিল ২-১ দিনের মধ্যেই উত্তরবঙ্গসহ রাতে বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই তাপমাত্রার পারদ অনেকটা সহনশীল হয়ে পড়ে। আর সোমবার ওর থেকেই প্রকৃতির চেহারা ছিল একেবারে অন্যরকম। কালো মেঘে ঢেকে যায় আকাশ। দেখা মেলিনি সূর্যের। মাঝেমধ্যেই শোনা গিয়েছে মেঘের গর্জন।

মানুষের অভাব অভিযোগ শুনলেন মালদার জেলা শাসক

মালদা সহ জেলার বেশ কিছু প্রান্তে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল হালকা ঝুড়ো হাওয়া। ফলে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে যায় অনেকটাই। প্রচন্ড গরমের বদলে অনুভূত হয় শীত। আজ সারাদিন ধরেই এমন আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও উত্তরের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ফলে কিছুটা হলেও স্বস্তিতে উত্তর বঙ্গবাসী। তীব্র গরমের জ্বালা কাটিয়ে অবশেষে তাপপ্রবাহ থেকে মুক্তি মেলায় খুশি তারা। মুখ ভার আকাশের, সকাল থেকেই হালকা বৃষ্টি। rain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *