Nadia স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধরনা

Nadia স্বনির্ভর গোষ্ঠীর

Nadia স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধরনা 

শান্তিপুর, নদীয়া, ৮ আগস্তঃ 

নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকায় শুক্রবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলো স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া ও স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ তুলে ‘সজনী স্বনির্ভর গোষ্ঠী’-র একদল মহিলা সদস্য ধরনায় বসেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে। প্রায় ১১ জন মহিলা এই প্রতিবাদে অংশ নেন।

দুর্নীতির অভিযোগে ধরনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

বিক্ষোভকারীদের অভিযোগ, আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের অধীনস্থ এই স্বনির্ভর গোষ্ঠীতে বহু বছর ধরে কোনও নির্বাচন হয়নি। ফলে কিছু ব্যক্তি দীর্ঘদিন গোষ্ঠীর নেতৃত্বে থেকে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং গোষ্ঠীর সুবিধাগুলি আত্মসাৎ করছেন। এক সদস্য মনোনয়ন জমা দিলেও তা ইচ্ছাকৃতভাবে বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ, যার পেছনে স্থানীয় পঞ্চায়েত এবং শাসক দলের প্রভাব রয়েছে।

মহিলা সদস্যদের আরও অভিযোগ, প্রকৃত উপভোক্তারা সরকারি প্রকল্প ও অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। তারা চাইছেন অবিলম্বে স্বচ্ছ নির্বাচনের আয়োজন করে গোষ্ঠীর সমস্ত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হোক।

Farakka তালতলা ঘাটে সেনাবাহিনী র মক ড্রিল, মানুষের ভিড়

গ্রাম পঞ্চায়েত সদস্যা শিখা মণ্ডল এক বিস্ফোরক মন্তব্য করে জানান, যদি নির্বাচন সঠিকভাবে হয়, তবে তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কেউ জয়লাভ করতে পারে – এই আশঙ্কাতেই নির্বাচন বন্ধ রাখা হয়েছে।

এই ঘটনা শুধু একটি স্বনির্ভর গোষ্ঠীর অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি স্থানীয় গণতন্ত্রের স্বাস্থ্য এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তোলে। যেখানে স্বনির্ভর গোষ্ঠী নারীদের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার হওয়ার কথা, সেখানে এর পরিচালনায় স্বচ্ছতার অভাব হতাশাজনক।

এখন দেখার বিষয়, প্রশাসন এই ধরনার পর কী পদক্ষেপ গ্রহণ করে। সত্যিই কি দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে?

nadia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *