Meeting বিশেষভাবে সক্ষমদের সচেতন করতে মালদায় প্রশিক্ষকদের নিয়ে বৈঠক

Meeting in Malda

ডিজিটাল ডেস্ক, মালদা, ২২ এপ্রিলঃ Meeting অধিকার রয়েছে। কিন্তু সঠিক সচেতনতার অভাবে সেই অধিকার ও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বিশেষভাবে সক্ষমদের।এছাড়াও সমাজে তাদের নানাভাবে হেনস্তার শিকারও হতে হয়। এই বিষয়ে গণসচেতনতা গড়তে শিবির অনুষ্ঠিত হল মালদায়।পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশনের তরফে ও পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে দুইদিন ধরে এই বিশেষ প্রশিক্ষণ শিবির চলে মালদা জেলা প্রশিক্ষণ ভবনে।শুধুমাত্র মালদা নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার অনেকেও এই শিবিরে অংশগ্রহ্ণ করেছিলেন।

বিশেষ চাহিদাসম্পন্ন সচেতনতা ও প্রশিক্ষণ শিবির

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াশোনা সহ পারপার্শ্বিক বিভিন্ন বিষয় শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষক রয়েছে জেলায় জেলায়। তিন জেলার এই প্রশিক্ষকদের নিয়েই পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশনের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) শেখ আনসার আহমেদ, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ্ত ভাদুড়ি, জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক পঙ্কজকুমার দাস সহ আরো অনেকে।

এছাড়াও সাইবার ক্রাইম, পসকো আইন, বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কারগুলির বিষয়েও সকলকে সচেতন করা হয়।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি নানা পরিষেবা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য,। কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন। কিন্তু সঠিক প্রচার সচেতনতা না থাকার কারণে তাঁরা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। তাই তাদের অধিকার সুরক্ষিত করতে তিন জেলার প্রতিনিতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছে।আগামীদিনে জেলায় গিয়ে এই বিষয়গুলি প্রচার করবেন শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষক্রা।এতে সমাজের বহু বঞ্চিত মানুষ ঊপকৃত হবেন।

চাকরিহারাদের বিক্ষোভ তুলে নিতে চাপ, অনশনে আট শিক্ষক 

Meeting Meeting

2 thoughts on “Meeting বিশেষভাবে সক্ষমদের সচেতন করতে মালদায় প্রশিক্ষকদের নিয়ে বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *