ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ২২ এপ্রিল– মাথার দাম ছিল এক কোটি। সেই মাও নেতাকে ধরতে কালঘাম ছুটেছে সেনাবাহিনীর। অবশেষে মিলল সাফল্য। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ এনকাউন্টারে আটজন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার লুগু পাহাড়ে ৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
বোকারোর লুগু এলাকায় মাওবাদীদের একটি বিশাল দল হামলার ছক কষে ঘোরাফেরা করছে বলে সূত্র মারফত খবর পায় পুলিশ ৷ তারপরই কোবরা এবং ঝাড়খণ্ড পুলিশের বেশ কয়েকটি দল ও নিরাপত্তাবাহিনী মাওবাদীদের সন্ধানে তল্লাশি শুরু করে। সেই সময় লুগু পাহাড়ের পাদদেশে দু’পক্ষ সংঘর্ষে জড়ায় ৷ উভয়ের গোলাগুলিতে খতম হয় আট মাওবাদী ৷যদিও বলা হচ্ছে যে, ১০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে । তবে এখন পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার করা হয়েছে । তাদের সকলকে শনাক্ত করার চেষ্টা চলছে । ঝাড়খণ্ড পুলিশের দাবি, বর্তমানে এনকাউন্টার চলছে ।
ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এনকাউন্টারে মাওবাদী কমান্ডার বিবেক এবং অরবিন্দ যাদবেরও মৃত্যু হয়েছে । সিপিআই মাওবাদীদের সদস্য প্রয়াগ মাঞ্ঝি ওরফে বিবেকের দাম ছিল ১ কোটি টাকা ৷ মাওবাদী বিবেকের দলের সঙ্গে এই সংঘর্ষ হয় ৷ আর অরবিন্দ যাদবের ১০ লক্ষ টাকা । এই সংঘর্ষে সাহেব রাম মাঞ্জি-সহ বিবেকের অনেক সঙ্গী নিহত হয়েছে বলে খবর ।
ঝাড়খণ্ড পুলিশের ওয়েবসাইট অনুসারে, তিন নকশালপন্থীর মধ্যে বিবেক ছিল অন্যতম । অন্য দু’জনের মধ্যে রয়েছে গিরিডির মিসির বেসরা ওরফে ভাস্কর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের অসীম মণ্ডল ওরফে আকাশ । এই আটজনের মৃত্যুর সঙ্গে সঙ্গে মাওবাদীদের ঝুমরা অধ্যায় প্রায় শেষ হয়ে গিয়েছে বলে অনুমান । ঝাড়খণ্ডের গিরিডি এবং বোকারো জেলায় বিবেকের দলের অনেক প্রভাব ছিল । বিবেকের দল পরশনাথ থেকে ঝুমরা পর্যন্ত সক্রিয় ছিল বলে জানা গিয়েছে ।
মমতার পালটা মুখ কি মীনাক্ষী, ঠাই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীতে
2 thoughts on “নিরাপত্তা বাহিনী ও পুলিশি অভিযানে খতম ৮ মাওবাদী”