malda police দুষ্কৃতি হানায় নিহত যুবক, পুলিশের সামনা সামনি জনতা
ডিজিটাল বেঙ্গল টিভি, ওয়েব ডেস্ক, মালদা ২৩ এপ্রিলঃ malda police জনতা পুলিশ খন্ড যুদ্ধে রণক্ষেত্র মালদা অমৃতি। উত্তেজিত জনতা কেন্দ্রস্থ করতে পুলিশকে ফাটাতে হয় কাঁদানে গ্যাসের সেল। এই ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ আক্রান্ত হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোল তারাও। জমায়েত জনতাকে ছত্রভঙ্গ করতে ও পথ অবরোধ তুলতে পুলিশ পুলিশ কর্মীরা কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। উত্তেজনা সৃষ্টির অভিযোগে থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই ইংরেজ বাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দ্রাবাদ গ্রামে সেকেন্দ্রাবাদ গ্রামে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছেন। তবুও চুরি বন্ধ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে রাত পাহারা ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা।
Kliachak College এ উপভোক্তা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য নিয়ে সচেতনতা শিবির
প্রতিদিন রাতে দল বেঁধে এলাকায় টহল দিত রাত পাহারাকারীরা। মঙ্গলবার রাতেও চলছিল টহলদারির কাজ। সেই সময় একদল দুষ্কৃতী পাহারাদারদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখনই পিন্টু মণ্ডল নামে এক যুবককে হারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এরপরে পালিয়ে যায় দুষ্টুজিরা। এলাকার এক যুবকের এমন মর্মান্তিক পরিণতি ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সকাল থেকেই অমৃতির বিভিন্ন এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মানিকচক রাজ্য সড়ক হয়ে পড়াই তৈরি হয় যানজট। অবরোধ তুলতে গেলে পুলিশের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কিন্তু তাতে গণরোয আরো বেড়ে যায় বাধ্য হয়ে পুলিশ কয়েক রাউন্ড কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটাই। বন্ধ হয়ে যায় দোকানপাট। রাস্তাঘাট খেয়ে পরে শুনসান। তারপরেও অবরোধ চলতে থাকে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরেই উঠে যায় অবরোধ। তবে নতুন করে যাতে আর কোন উত্তেজনা তৈরি না হয় তার জন্য এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
It is not my first time to pay a visit this website, i am visiting this website dailly and get nice
information from here every day.
It’s really very difficult in this full of activity life to listen news on TV,
thus I only use internet for that reason, and get the latest news.