ডিজিটাল বেঙ্গল, মালদা, ৩০ এপ্রিলঃ ছাব্বিশেই বিধানসভা ভোট। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা করে হিন্দুত্বের তাসেই দিল্লিতে বাজিমাত করেছে গেরুয়া শিবির। সেই তাসেই বাংলা দখল করার স্বপ্নে বিভোর সুকান্নত-শুভেন্দুরা। কিন্তু এই ধর্মযুদ্ধে গেরুয়া শিবিরকে যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তা বুঝিয়ে দিতে কোনো কসুর করছেন না তৃণমূলের নেতানেত্রীরা। আজ নিয়ম ও শাস্ত্রীয় বিধান মেনে দিঘায় পুরির আদলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে তৃণমূল নেত্রীও হিন্দুত্বের অস্ত্রকে হাতছাড়া করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
তাঁর নির্দেশেই এই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি জেলার গ্রাম ও শহরে মুখ্যমন্ত্রীর হাতে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠার ভিডিও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেইমতো ইংরেজবাজার পুরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটি। অক্ষয় তৃতীয়ার দুপুরে সেই উপলক্ষে খিচুড়ি ও লাড্ডু বিতরণের পাশাপাশি এলইডি টিভির মাধ্যমে জগন্নাথদেবের লাইভ প্রাণবপ্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। এদিন ওয়ার্ডের বটতলা এলাকায় এই অনুষ্ঠান হয়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগেও টাউন হলে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন,তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ আরো অনেকে।