ডিজিটাল বেঙ্গল, মুর্শিদাবাদঃ jafrabad জাফরাবাদে খুনকাণ্ডে গ্রেপ্তার উড়িষ্যার ৮ । মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ধুলিয়ান জাফরাবাদ প্রভৃতি এলাকায় অশান্তি সৃষ্টিতে বহিরাগত বহিরাগতরা যে যুক্ত রয়েছেন এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ প্রমাণিত হলো। গন্ডগোল সৃষ্টির দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৮ জনকে। এরা প্রত্যেকেই ওড়িশার বাসিন্দা। বেশ কিছুদিন আগে থেকেই অশান্ত হয়ে উঠতে থাকে শামশেরগঞ্জ ধুলিয়ান সহ মুর্শিদাবাদের একাধিক এলাকা। চলে দেদার ভাঙচুর লুটপা লুটপাট ও ভাঙচুর। বাড়ি থেকে বের করে খুন করা হয় বাবা ও ছেলেকে। এছাড়াও আক্রান্ত হন আরো অনেকে। jafrabad
সামশেরগঞ্জে খুনকাণ্ডে গ্রেপ্তার উড়িষ্যার ৮
প্রাণভয়ে জাফরাবাদ এর কিছু বাসিন্দা আশ্রয় নেন পারলালপুর হাইস্কুলে। ভোটের মুখে এমন গরম ইসুকে হাতছাড়া করতে রাজি হয়নি গেরুয়া শিবির। দলের তাবর নেতারা ছুটে গিয়েছেন পার্লারপুর স্কুলে। ঘরছাড়া দের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন সাহায্যের এমনকি এলাকায় এসেছেন স্বয়ং রাজ্যপাল। একাধিকবার এলাকা ঘুরে গিয়েছেন মানবাধিকার কমিশনের সদস্যরা। কিন্তু প্রকৃত দোষীদের চিহ্নিত করতে দেখা যায় দেখা যায়নি কাউকেই। এ নিয়ে বাড়ছিল ক্ষোভ। তৎপর হয় পুলিশ প্রশাসন।
গতকালই ছয় জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে ধরা পড়ে আরো দুইজনকে। ধিতরা প্রত্যেকেই ওড়িশার বাসিন্দা। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি রাজনৈতিক স্বার্থে বহিরাগতদের নিয়ে এসে বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছে অসামাজিক গোষ্ঠী। আর মাত্র এক বছর পরেই ভোট। তার মাঝেই বাংলায় বহিরাগতদের অনুপ্রবেশ চিন্তায় রেখেছে পুলিশ প্রশাসনকেও। ঘটনায় পুরা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য আন্তরাজৃ সীমান্তগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। অযথা গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে চলছে প্রচার। কয়েকজন ধরা পড়লেও এর মাস্টারমাইন্ড কারা তা নিয়ে কিন্তু এখনো অন্ধকারে পুলিশ।
বিশেষভাবে সক্ষমদের সচেতন করতে মালদায় প্রশিক্ষকদের নিয়ে বৈঠক
jafrabad jafrabad