রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন

Gas Syllinder

ডিজিটাল বেঙ্গল, হরিশ্চন্দ্রপুর, ২২এপ্রিল : বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা। হতাহতের ঘটনা না ঘটলেও লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর সদর থানাপাড়ার বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে মঙ্গলবার  রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সিলিন্ডারে  আগুন জ্বলতে দেখে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে যান।

স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।  এরপর খবর দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সিকে। গ্যাস এজেন্সি থেকে এক কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেন । পরবর্তীতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকল। আসবাবপত্র পুড়ে যাওয়া সহ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন।

ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *