Domkal Court ডোমকলে চালূ হল মহকূমা আদালত

Domkal Court

Domkal Court ডোমকলে চালূ হল মহকূমা আদালত

মিলন সরকার, মুর্শিদাবাদ, ১১ জুনঃ মুর্শিদাবাদের ডোমকলে মহকুমা থাকলেও কোনো আদালত ছিল না। ফলে এখানকার যে কোনো আইনি সমস্যার জন্য বহরমপুর জেলা আদালতের ওপর নির্ভর করতে হত। ফলে দীরঘায়িত হত বিচার প্রক্রিয়া। এই সমস্যা মেটানোর জন্য ডোমকলে একটি মহকুমা আদালত গড়ে তোলার জন্য দীর্ঘ দিন ধরে দাবি উঠছিল। অবশেষে সেই দাবি পূরণ হল। বুধবার পথ চলা শুরু হল ডোমকল মহকুমা আদালতের।
মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা ডোমকলে নতুন আদালতের উদ্বোধন হল বুধবার সকালে। ভার্চুয়াল মাধ্যমে এই নবনির্মিত আদালতের আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি.এস. সিভগানম।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্পা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজর্ষি মিত্র এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার কুমার সানী রাজ।
ডোমকলে এই নতুন আদালত চালু হওয়ার ফলে উপকৃত হবেন মহকুমার সাধারণ মানুষ। ডোমকল মহকুমার অধীনস্থ বিভিন্ন থানার মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী প্রশাসন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ আদালতের। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে গোটা ডোমকল জুড়ে। Domkal Court  Domkal Court
Digital Bengal TV Live
https://server.playontv.in/digitalbengaltv/index.m3u8

11 thoughts on “Domkal Court ডোমকলে চালূ হল মহকূমা আদালত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *