covid ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক্ ২৫ মেঃ করোনার থাবা এবার বাংলাতেও। ইতিমধ্যে সারাদেশে আড়াইশো জনের বেশি মানুষের শরীরে ধরা পড়েছে কোভিদ 19 ভাইরাসের আধুনিক ভ্যারিয়েন্ট অমিক্রণের। এবার সেই ভাইরাস ঢুকে পড়েছে এই রাজ্যেও। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট দুই ব্লকের ৩১ বছরের এক মহিলা ও ১২ বছরের কিশোরের শরীরে ধরা পড়লো কবিত ভাইরাস। এমনকি কলকাতাতেও একজনের শরীরে সংক্রমনের হদিস মিলেছে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা দপ্তর সূত্রে খবর গত সপ্তাহে জ্বর, সর্দি ও কাশির সমস্যা নিয়ে ওই মহিলা ও কিশোর মগরাহাট গ্রামীণ হাসপাতালের আউটডোরে এসেছিল। চিকিৎসকেরা তাদের নমুনা সংগ্রহ করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা করান। তখনই দুজনে শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। আপাতত সুস্থ থাকায় বাড়িতেই রয়েছে ওই দুই সংক্রামিত। তাদের উপর নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। আরো জানা গিয়েছে, সংক্রামিত ওই মহিলা ও কিশোরের প্রতিবেশীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরেই কফিড সংক্রমণ ধরা পড়েনি। তবুও সজাগ রয়েছে স্বাস্থ্য দপ্তর। নেওয়া হয়েছে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা।
ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। কেরলের পর এবার বেঙ্গালুরু। ৮৪ বছর বয়সি ওই বৃদ্ধর কোভিড পজিটিভ আসে পরীক্ষায়। তবে, শরীরে একাধিক অন্যান্য রোগ ছিল বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়তে সেখানকার স্বাস্থ্য দফতর আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তরফে্ জানানো হয়েছে, ওই বৃদ্ধের শরীরে একাধিক জটিল রোগ ছিল। তাঁকে ১৩ মে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ মে মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং শনিবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
কর্নাটকে এখনও পর্যন্ত মোট ৩৮জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বেঙ্গালুরুতেই রয়েছে ৩২টি কেস।
শনিবার এনিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডু রাও সকলে উদ্দেশে বলেন, মানুষকে আমি অনুরোধ করব, দয়া করে আতঙ্কিত হবেন না। সংবাদমাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে যে করোনা আবার ফিরে এসেছে, তা দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়ছেন। মিডিয়ার কাছে আমি অনুরোধ করব, সঠিক তথ্য তুলে ধরুন। বিষয়টিকে বাড়িয়ে দেখাবেন না। পরিস্থিতি বর্তমানে বাড়াবাড়ি পর্যায় নয়।
এছাড়া প্রতিবেশী রাজ্য কেরলে করোনা সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়ে যাওয়ার বিষয় দিনেশ রাও বলেন, সেখানে পরীক্ষার পরিমাণ বেড়েছে বলেই হয়তো সংক্রমণ ধরা পড়ছে বেশি। এতে খুব একটা চিন্তার কিছু নেই। করোনার কারণে এখন কোনও রকম নিষেধাজ্ঞা জারি হয়নি। দেশজুড়ে যাতায়াতে কোনও বাধা নেই। মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন।
সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। সম্ভবত এটি ওমিক্রন JN.1 এর কোনও সাব-ভ্যারিয়েন্ট হতে পারে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়ায় দেখা গিয়েছে। তবে সেসব দেশেও কোনও রকম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়নি।
tiranga jatra সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপির তেরঙ্গা যাত্রা
buy generic amoxicillin online – https://combamoxi.com/ order amoxicillin online
cost fluconazole 200mg – https://gpdifluca.com/# order diflucan for sale
buy cenforce without prescription – https://cenforcers.com/# oral cenforce 100mg
cialis online no prior prescription – https://ciltadgn.com/ tadalafil dapoxetine tablets india
cialis package insert – https://strongtadafl.com/ where to buy generic cialis
sildenafil citrate tablets 50mg – where can i buy viagra online yahoo viagra 100mg cost
More articles like this would make the blogosphere richer. comprar provigil argentina