by election জুনেই বাংলা সহ চার রাজ্যের পাঁচ আসনে উপনির্বাচন

election comission

by election ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ২৫ মেঃ আগামী মাসেই বাংলার এক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ফের বাজল ভোটের বাদ্যি। পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যের পাঁচ আসনে উপনির্বাচন হবে ১৯ মে।রবিবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন ।

গত ফেব্রুয়ারি মাসে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে বিধায়ক শূন্য হওয়া আসনে ভোট হবে। অন্যদিকে, গুজরাত, কেরল, পাঞ্জাবেও উপনির্বাচন হবে।  আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন।

কেরলের একটি বিধানসভা কেন্দ্র- নীলাম্বুর,  গুজরাতের দুই কেন্দ্র- বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে উপনির্বাচন হবে আগামী মাসের ১৯ তারিখেই। অর্থাৎ একইদিনে দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

কেরলের নীলুম্বরের নির্দল বিধায়ক পিভি আনোয়ার চলতি বছরের শুরুতেই তৃণমূলে যোগ দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘাসফুলে যোগদান করেন তিনি। তারপরেই বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। আগামী মাসে আনোয়ারের ছেড়ে আসা আসনেই উপনির্বাচন হবে। বাকি তিন কেন্দ্রতেও কোথাও বিধায়কের মৃত্যু কিংবা বিধায়ক আসন ছেড়ে অন্য দলে যোগদান করায় উপনির্বাচন প্রয়োজন।

পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬-এ । বাকি রয়েছে কয়েকটা মাস। এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, একটি কেন্দ্রে উপনির্বাচন হলেও হিসেব কষেই প্রার্থী দেবে শাসক-বিরোধী। যেহেতু বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তাই বিশেষ গুরুত্ব পাবে এই উপনির্বাচন ।

২০২১-এ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গঠন করেছিল তৃণমূল। এরপর বাংলায় যতগুলি বিধানসভা নির্বাচন হয়েছে, বিরোধীদের একটুকুও জমি ছাড়েনি তারা। প্রতিটি কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল।

এদিকে, লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছিল ঘাসফুল শিবির। বড় ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। কয়েকমাসের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর। হাজি নুরুলের ইসলামের প্রয়াণে বসিরহাটের সাংসদের আসন খালি। এই লোকসভা কেন্দ্রে কবে উপনির্বাচন হবে, তা এখনও জানায়নি কমিশন।

prime minister প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা

13 thoughts on “by election জুনেই বাংলা সহ চার রাজ্যের পাঁচ আসনে উপনির্বাচন

  1. Этот информационный материал привлекает внимание множеством интересных деталей и необычных ракурсов. Мы предлагаем уникальные взгляды на привычные вещи и рассматриваем вопросы, которые волнуют общество. Будьте в курсе актуальных тем и расширяйте свои знания!
    Ознакомиться с деталями – https://vyvod-iz-zapoya-1.ru/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *