Babla Sarkar খুনে মূল অভিযুক্ত রোহান গ্রেপ্তার

Babla Sarkar

Babla Sarkar খুনে মূল অভিযুক্ত রোহান গ্রেপ্তার 

মালদা, ২৫ এপ্রিলঃ Babla Sarkar দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। বিহারের কাটিহার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে  জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আদালতে পেশের পর পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বাবলা খুনের মূল অভিযুক্ত ধরা পড়ায় খুন কাণ্ডের রহস্য কোন দিকে মোড় নেই এখন সেটাই দেখার। চলতি বছরের ২   জানুয়ারি পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানা থেকে যাচ্ছিলেন তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান  বাবলা সরকার ওরফে দুলাল সরকার। সেই সময়  মোটরসাইকেলে চেপে এসে  কয়েকজন দুষ্কৃতী  প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে খুন করে।

বাবলা সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়াই জেলা রাজনৈতিক মহলে। তদন্তে নেমে পুলিশ আরেক দাপুটে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি ও জেলার এক বিখ্যাত ব্যবসায়ী শংকর শর্মাকে গ্রেপ্তার করে। নিহত তৃণমূল নেতার স্ত্রী দাবি করেন এই ঘটনার পেছনে আরো বড়সড়ো কোনো চক্র জড়িত রয়েছে। বাবলা খুনের তদন্তে মালদায় আসেন রাজ্য পুলিশের একাধিক পদস্থ আধিকারিক। এমনকি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মালদায় এসে বাবলার বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন। ঘটনার প্রকৃত তদন্ত হবে বলেও দাবি জানান তিনি। প্রতিবেশী রাজ্য থেকে একাধিক দুষ্কৃতী ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহনের  কোন সন্ধান পাচ্ছিল না পুলিশ। বিভিন্ন রাজ্যে সে পালিয়ে বেড়াচ্ছিল। তার সন্ধান নিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও পুলিশের তরফে ঘোষণা করা হয়েছিল। তারপরে ওর কোন সন্ধান মিল ছিল না।

সিনেমার স্টাইলে মালদায় দিনে চললো গু *লি, মৃ *ত্যু হল বাবলা সরকারের

অবশেষে গোপন একটি সূত্রপাত মারফত তদন্তকারী পুলিশ অফিসাররা খবর পান রোহণ বিহারে আত্মগোপন করে রয়েছে। সেই সূত্রের ভিত্তি ধরেই পুলিশের একটি দল বিহারে রওনা দেয়। সেখানকার কাটিহার জেলা থেকে  গ্রেপ্তার করা হয় তাকে। কাটিহার আদালতে পেশ করে  রিমান্ডে নেওয়ার পর অবশেষে মালদায় নিয়ে আসা হয়েছে গা ঢাকা দিয়ে থাকা এই কুখ্যাত দুষ্কৃতিকে। সূত্রের খবর ধৃত রোহন নিহত বাবলা সরকারি অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সম্ভবত টাকার বিনিময়ে সে এখন খুনের সুপারি নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আর কোন নাম উঠে আসে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে পুলিশ। শনিবারেই রোহানকে  মালদা জেলা আদালতে পেশ করার পর   পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।

Kliachak College এ উপভোক্তা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য নিয়ে সচেতনতা শিবির

2 thoughts on “Babla Sarkar খুনে মূল অভিযুক্ত রোহান গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *