accident ডিজিটাল বেঙ্গল, নদীয়া, ২৫ মেঃ সুতো পাকানোর চরকায় বিদ্যুৎ সংযোগ। আর তাতেই ঘটল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগড় সাহাপাড়ায়।
মৃত ব্যক্তির নাম সন্দীপ সাহা। স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকতেন তিনি।বিদ্যুতচালিত চরকায় সুতো কেটে তাঁদের সংসার চলত। শনিবার বাড়িতে কেউ ছিলেন না।ওই ব্যক্তি বৈদ্যুতিক সুতো পাকানোর চরকায় তাঁতের শাড়ি তৈরির সুতো পাকাচ্ছিলেন। হঠাৎই সেই চরকায় বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্দীপের শরীরের একাংশ ঝলসে যায়।মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর স্ত্রী বাড়ি ফিরে স্বামীর এই পরিণতি দেখে হতচকিত হয়ে পড়েন। স্ত্রীর আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা সন্দীপবাবুকে মৃত বলে জানিয়ে দেন।খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। ময়নাদতদন্তের জন্য রবিবার দেহটি উদ্ধার করে পাঠানো হয়।
এই ঘটনা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন মৃত সন্দীপবাবুর স্ত্রী। তিনি বলেন, বাড়িতে স্বামীকে নিয়েই থাকতাম। বিশেষ কাজ থাকার থাকার জন্য শনিবার বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম। বাড়ি ফিরে দেখি এই ঘটনা। প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই তিনি মারা গিয়েছিলেন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কিছুই বুঝতে পারছি না।
অন্যদিকে, শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। কীভাবে এই ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
covid বাংলায় করোনা সংক্রামিত তিন, বেঙ্গালুরুতে মৃত্যু একজনের
amoxil cost – https://combamoxi.com/ cheap generic amoxil
buy forcan without a prescription – generic diflucan 100mg fluconazole 200mg canada
purchase lexapro generic – on this site cost escitalopram 20mg
order cenforce 50mg pill – buy cenforce 100mg online cenforce usa
what are the side effect of cialis – what is the generic name for cialis cialis online aust
cheap cialis pills – tadalafil tamsulosin combination what happens if a woman takes cialis
can you buy viagra vietnam – https://strongvpls.com/# order viagra online canada
This is the description of content I get high on reading. prednisone and asthma
I am in fact delighted to coup d’oeil at this blog posts which consists of tons of profitable facts, thanks towards providing such data. sitio web