A historic farewell ট্যাবলো ঘুরে ঐতিহাসিক বিদায়

A historic farewell

মোথাবাড়ি, মালদাঃ A historic farewell ট্যাবলো ঘুরে ঐতিহাসিক বিদায়, অভিভাবককে হারানোর শোক। ৪৯ বছরের ইমামতির ইতি, বিদায়ে অশ্রুসিক্ত দেবীপুর দিয়ারা।

মালদা জেলার মোথাবাড়ি এলাকার দেবীপুর দিয়ারা বাবলাবান্না গ্রামে সোমবার এক বেদনাবিধুর অথচ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা গ্রাম। দীর্ঘ ৪৯ বছর মসজিদে ইমামতি করার পর বিদায় নিলেন গ্রামের প্রিয় ইমাম মাওলানা মোহাম্মদ কামালউদ্দিন মিসবাহি। তাঁর বিদায়ের ক্ষণে শোকস্তব্ধ হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম, ভেসে যায় আবেগের অশ্রুধারায়।

গ্রামে এক পরিবারের সদস্যের মতোঃ 

ইমাম সাহেবকে বিদায় জানানোর দিনে গ্রামবাসীরা বলেন, তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, বরং ছিলেন গ্রামের প্রতিটি মানুষের অভিভাবক, বন্ধু এবং পথপ্রদর্শক। শিশুদের কোরআন শিক্ষা দেওয়া থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠান কিংবা কারও বিপদের দিনে পাশে দাঁড়ানো—প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা ছিল স্মরণীয়। গ্রামবাসীরা জানান, তাঁর কণ্ঠে আজানের ডাক গোটা গ্রামে এক অন্যরকম শান্তি এনে দিত।

ইমাম বিদায়ে অশ্রুসিক্ত মোথাবাড়ির দেবীপুর >ভিডিও< 

ট্যাবলো ঘুরে বিদায়ের আবেগঘন মুহূর্তঃ 

ইমাম সাহেবের বিদায়কে ঐতিহাসিক করে তুলতে গ্রামবাসীরা বিশেষ ট্যাবলো বানান। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সেই ট্যাবলো মসজিদ থেকে শুরু করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে। এদিন শত শত মানুষ ভিড় জমায় বিদায় অনুষ্ঠানে। কারও চোখে জল, কারও ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা। প্রবীণদের কথায়, তাঁর বিদায় যেন পরিবারের একজন অভিভাবককে হারানোর মতো বেদনা তৈরি করেছে।

সমাজসেবক ও শান্তির দূতঃ 

গ্রামের প্রবীণরা বলেন, প্রায় পাঁচ দশক ইমামতির সময়ে তিনি শুধু ধর্মীয় শিক্ষা দেননি, বরং সমাজকে শান্তি, সহমর্মিতা ও একতার বার্তা শিখিয়েছেন। গ্রামকে তিনি সবসময় এক পরিবার হিসেবে দেখতে চেয়েছেন। তাঁর নরম স্বভাব, মধুর ব্যবহার ও সরল জীবনযাপন প্রতিটি মানুষকে গভীরভাবে ছুঁয়ে গেছে।

কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতিঃ

গ্রামবাসীদের বক্তব্য, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনে তাঁর দোয়া তাঁদের সঙ্গে ছিল। তাই তাঁর বিদায়ের মুহূর্তে কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন—যতদিন তিনি জীবিত থাকবেন, ততদিন সমাজের পক্ষ থেকে নির্ধারিত ভাতা চালু থাকবে। ২০২৪ সালে গ্রামবাসীরা শ্রদ্ধার সঙ্গে তাঁকে উমরা হজ করানোর সুযোগও করে দিয়েছিলেন।

Sariul SK কালিয়াচক –১ এ অপরিবর্তিত সারিউল সেখ 

ইমাম সাহেবের গ্রামের বাড়ি মালদা জেলার চাচল থানার অন্তর্গত মালতীপুর গোবিন্দপাড়া। কুড়ি বছর বয়সে তিনি দেবীপুরে এসে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ইমামতি শুরু করেছিলেন। এরপর টানা ৪৯ বছর ধরে গ্রামবাসীর আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

আজ তাঁর বিদায়ের মুহূর্তে গ্রামে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবে না। গ্রামবাসীরা দোয়া করেছেন—আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তিময় জীবন দান করেন।

অভিভাবককে হারানোর শোক মোথাবাড়িতে

A historic farewell ট্যাবলো ঘুরে ঐতিহাসিক বিদায়, অভিভাবককে হারানোর শোক

8 thoughts on “A historic farewell ট্যাবলো ঘুরে ঐতিহাসিক বিদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *