‘Maldar Digha’ Bhatra Beel ‘মালদার দিঘা’ ভাটরা বিল, বর্ষার জলে ছোট্ট সমুদ্র

'Maldar Digha' Bhatra Beel

Maldar Digha’ Bhatra Beel ‘মালদার দিঘা’ ভাটরা বিল — বর্ষার জলে ছোট্ট সমুদ্র, ভিড় বাড়ছে পর্যটকদের 

মালদা:
পুরাতন মালদার ভাটরা বিল, যা স্থানীয়দের কাছে ‘মালদার দিঘা’ বা ‘মিনি দিঘা’ নামে পরিচিত, আবারও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বর্ষা নামলেই এই বিশাল বিল জলে ভরে ওঠে, আর বিস্তীর্ণ এলাকা যেন রূপ নেয় এক ছোট সমুদ্রের। ঢেউ খেলানো জল, স্রোতের বেগ এবং চারপাশের মনোরম দৃশ্য মানুষকে টানছে প্রতিদিন। ইতিমধ্যেই বর্ষার শুরুতেই ভাটরা বিলে ভিড় জমতে শুরু করেছে।

মালদার দিঘা’ ভাটরা বিল >ভিডিও< 

সাহাপুর ও যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এই জলাশয় শীতকালে একেবারেই শুকিয়ে যায়। শুকনো জমিতে হয় সরষে চাষ। তবে বর্ষার মরশুমে ছবিটা একেবারেই বদলে যায়। কয়েক সপ্তাহের বৃষ্টির পরই জমে ওঠা জলে গড়ে ওঠে ঢেউ। একপাশ থেকে অন্যপাশ দেখা যায় না। নদী কিংবা সমুদ্রের মতোই স্রোত বয়ে চলে জলে। এই রূপান্তরই মানুষকে আকর্ষণ করছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভাটরা বিলের প্রতি আগ্রহ বাড়ছে গত কয়েক বছর ধরে। বর্ষার সময় এখানে ভিড় বেড়েছে বহুগুণে। অনেকেই আসছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে। কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, কেউবা নৌকাবিহারের আনন্দ নিতে।

বর্ষার জলে ছোট্ট সমুদ্র >ভিডিও< 

ইতিমধ্যেই এলাকায় বসতে শুরু করেছে ছোট ছোট খাবারের দোকান। চলছে নৌকাবিহারও। ফলে এক প্রকার অনানুষ্ঠানিক পর্যটনকেন্দ্রের চেহারা নিচ্ছে ভাটরা বিল। স্থানীয়দের মতে, এটি যদি সরকারি উদ্যোগে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়, তবে মালদার মানুষদের কাছে স্থায়ী এক বিনোদনকেন্দ্র তৈরি হবে।

এলাকার বাসিন্দা সঞ্জয় সরকার বলেন, “আমরা বহু বছর ধরে দেখে আসছি, বর্ষায় ভাটরা বিল সমুদ্রের মতো হয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষ আসে দেখতে। সরকার যদি এটিকে পরিকল্পিতভাবে সাজায়, তাহলে কর্মসংস্থানও তৈরি হবে।”

প্রকৃতপক্ষে, জেলার মানুষের বিনোদনের জায়গা খুব বেশি নেই। সেই ক্ষেত্রে ভাটরা বিলকে যদি সঠিকভাবে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে গড়ে তোলা যায়, তবে এটি শুধু পর্যটনের ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Nadia’s tree father গাছের ডালে সংসার বেঁধে ২৭ বছর 

বর্তমানে ভাটরা বিলের বিস্তীর্ণ জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্য আর ঢেউ খেলানো জলের দৃশ্যই মানুষকে টানছে। তবে সঠিক উদ্যোগের অভাবে এর পূর্ণ সম্ভাবনা এখনো বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, খুব শিগগিরই সরকারি নজর পড়বে এই জলাশয়ে, আর তখন সত্যিকারের ‘মালদার দিঘা’ হয়ে উঠবে ভাটরা বিল। maldar-digha-bhatra-beel

2 thoughts on “‘Maldar Digha’ Bhatra Beel ‘মালদার দিঘা’ ভাটরা বিল, বর্ষার জলে ছোট্ট সমুদ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *