কলকাতা: বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির (Weather News) সম্ভাবনা। দুর্যোগ মোকাবিলায় তৈরি রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শিয়রে ফের দুর্যোগ। ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। বিধ্বংসী চেহারা নিয়ে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। নেমেছে মুষলধারায় বৃষ্টি। বাংলাতে ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের (Weather News) পূর্বাভাস রয়েছে। সরকারের যা যা করণীয় করা হবে। মুখ্যসচিব প্রতিটি জেলার ব্লক স্তর পর্যন্ত কথা বলেছেন। যদি কোথাও প্রয়োজন হয় ত্রাণ শিবির তৈরি করতে হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। জেলা স্তর থেকে নবান্ন স্তর পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। যেতে বারণ করা আছে। যাঁরা সমুদ্রে স্নান করতে যান, তাঁদেরও নিষেধ করা হয়েছে। DM, SP সহ IC, BDO-দের বলা হয়েছে, দুর্যোগ হলেই যেন সাধারণ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে সবরকম ব্যবস্থা করা আছে।
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মাটির বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে জল। সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে, প্রবল বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে।রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। বইছে দমকা বাতাস। জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে। শুক্রবার আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। সুন্দরবন এলাকায় একাধিক ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু এলাকায় বেহাল বাঁধের ওপর দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতা সহ বাকি জেলাতে শুক্রবার ভারী বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড় হাওয়া।
আরও পড়ুন > Education System | রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল