tiranga jatra ডিজিটাল বেঙ্গল, মোথাবাড়ি, ২৫ মেঃ মোথাবাড়িতে বিজেপির তিরাঙ্গা যাত্রায় জনজোয়ার। হাতে তিরঙ্গা পতাকা ও মুখে ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হয় মোথাবাড়ির বিভিন্ন এলাকা। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেলে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা নিয়ে তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই তিরাঙ্গা যাত্রাটি শুরু হয় মোথাবাড়ির কৃষ্ণমন্দির থেকে। তিরাঙ্গা যাত্রাটি গোটা মোথাবাড়ি চৌরঙ্গির বিভিন্ন এলাকা পরিক্রম করে। এই তিরাঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো।
২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় পর্যটকদের পাকিস্তানের আতংবাদীরা নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছিল তারই বদলা স্বরূপ ভারতের সেনাবাহিনীরা অপারেশন সিঁদুরের সাফল্যে হিসাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের খতম করে ধুলিস্যাৎ করে গুরিয়ে দেয়। তাই অপারেশন সিঁদুরের সফলতার জন্য ভারতীয় সেনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে এবং সেনাদের মনোবল বাড়াতে এই তিরাঙ্গা যাত্রা। এই তিরাঙ্গা যাত্রায় পা মেলান বিজেপির জেলা সম্পাদক নন্দন কুমার ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, মোথাবাড়ি-১, মন্ডল সভাপতি -দীপঙ্কর ঘোষ, মোথাবাড়ি মন্ডল-২ সভাপতি -জয়দেব মন্ডল, মোথাবাড়ি মন্ডল-৩সভাপতি-টুটুল মন্ডল, কনভেনার -বিশ্বজিৎ মন্ডল ও প্রাক্তন সেনা কর্মীদের পরিবারের সদস্য সহ কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থক।
বিজেপির মালদা জেলা সম্পাদক নন্দন কুমার ঘোষ জানান,সম্প্রতি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরে হামলা চালিয়ে নিরপরাধ পর্যটকদের খুন করেছে। তার যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনী। তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই সারা দেশের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে তিরাঙ্গা যাত্রা করা হচ্ছে।
অপরদিকে পুরাতন মালদাতেও শনিবার তিরাঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাদের অভিবাদন জানাতে শনিবার বিকেলে পুরাতন মালদা ব্লক নাগরিক মঞ্চের উদ্যোগে হাতে জাতীয় পতাকা নিয়ে তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই তিরাঙ্গা যাত্রাটি শুরু হয় পুরাতন মালদার সদরঘাট এলাকা থেকে এই তিরাঙ্গা যাত্রাটি গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রম করে মঙ্গলবারে চৌরঙ্গি মোড়ে সমাপ্ত হয়। এই তিরাঙ্গা যাত্রায় পা মেলান মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা ,উত্তর মালদা বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায়, উত্তর মালদা কেন্দ্রের জেলা সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, হবিবপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপি নেত্রী রুম্পা রাজবংশী সহ গ্রামীণ এবং নগর মন্ডলের বিজেপি নেতৃত্ব।
One thought on “tiranga jatra সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপির তেরঙ্গা যাত্রা”