
Merit List of HS | উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ৭২, প্রথম বর্ধমানের রূপায়ণ পাল
ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ৭মেঃ উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম রূপায়ণ পাল। বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর–৪৯৭। শতাংশের হিসেবে ৯৯.৪%। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর–৪৯৬। তবে এবারের মেধা তালিকা হতাশ করেছে মালদা জেলাকে। অরবিন্দ ডিবিএম অ্যাকাডেমির ছাত্র মৌমিতা মণ্ডল দশম স্থান অধিকার করে কোনোরকমে জেলার মান রেখেছে। বুধবার…