
বছর ঘুরতেই ভোট, শীতঘুমে আচ্ছন্ন মালদা জেলা কংগ্রেস, শুভেন্দুকে কটাক্ষ কংগ্রেস সহকারী সভাপতির
ডিজিটাল বেঙ্গল, মালদা, ১১ এপ্রিল— বিধানসভা ভোটে বাকি হাতে গোনা ১২ মাসের বেশি কিছুটা সময়। লড়াইয়ের ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল(TMC) ও বিজেপি (BJP)। বিভিন্ন ইশ্যুতে তাঁরা পথে নেমে লড়াই করছে। পিছিয়ে নেই বামপন্থী দলগুলিও।কিন্তু আশ্চর্যজনকভাবে কংগ্রেস যেন শীতঘুমে আচ্ছন্ন। না কোনো লড়াই আন্দোলন, না কোনো জনসংযোগ। কোনো কিছুতেই তাঁদের বিধানসভা ভোটের…