পশ্চিম মেদিনীপুর, ডিজিটাল বেঙ্গল,২২ এপ্রিল: মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়ালতোড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের।এছাড়াও উদ্বোধন করেন ক্ষিরপাই রামজীবনপুর সড়কপথ, কেশপুর ব্লকের খাসবাড় এলাকার আদিবাসী বিদ্যালয়,মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জল শোধনাগার ছাড়াও একাধিক প্রকল্পের। পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেশপুর গ্রামীণ হাসপাতালটিকে ৫০ শয্যার করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ২৩ কোটি ২৭ লক্ষ টাকা। আনন্দপুর গ্রামীণ হাস পাতালকেও ১০ বেডের করা হয়েছে। গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে জোর দেওয়া হয়েছে। ২৫ টি দমকল মেশিনের উদ্বোধন করা হয়েছে।কাল ২০০০ একর জায়গা নিয়ে শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছি। আজকে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলাম। আমি যদি উন্নয়নের কথা বলি শেষ হবে না। ৬৫০ কোটি টাকা বরাদ্দ করে কোপালেশ্বরী কেলেঘাই করে দিয়েছি। শিল্পকে গল্পের পর্যায়ে ফেললে হবে না। ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়েও শিল্প হয়। শালবোনিতে আরও দুটো পাওয়ার প্লান্ট করবে বলে ওরা কথা দিয়েছে। সব পাওয়ার প্লান্্লগুলো তৈরি হয়ে গেলে বাংলায় আর কোনোদিন বিদ্যুতের অভাব হবে না।
মুখ্যমন্ত্রী আরো বলেন, ৬ টি ইকোনমিক করিডোর হচ্ছে। আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে দুটো যাচ্ছে। ইতিমধ্যেই পুরুলিয়ায় জেলায় ৭২ হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। ১০০০ ছোট ছোট শিল্প তৈরি করেছে। বাংলা এখন স্কিল ডেভেলপমেন্ট-এ নম্বর ওয়ান। বাংলা এখন গেটওয়ে। আজকের ছাত্র ছাত্রীরা অনেক খুশি, তারা সাইকেল পায়, স্কলারশিপ পায়। কৃষকদের জন্য ফাটিলাইজার প্ল্যান তৈরি করছি। সবং এ মাদুর তৈরির কারখানা আছে। মঞ্চ থেকে দাসপুরে গোল্ড হাবেরও উদ্বোধন করা হয়। বিরসিংহে বর্ণপরিচয় গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। ঘাটাল, মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়িতে নাম জমা করা হয়েছে। বাংলায় কয়েকটা লোক আছে। এরা শিক্ষকদের চাকরি খাচ্ছে। এরা কাজে নেই, কোর্টে আছে।
সুপ্রিম কোর্ট সদ্য শিক্ষক নিয়োগের একটি প্যানেল বাতিল করেছে। ফলে কাজ হারিয়েছেন প্রায় ২৬ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরি বাঁচানোর স্বার্থে তাঁরা লড়াই করছেন। আন্দোলনকারীদের আশ্বস্ত করে মমতা বলেন, আপনাদের চাকরি থাকছে। আপনারা রোদে না বসে থেকে স্কুলে যান। আমরা আবার রিভিউ করব। নিশ্চিন্তে থাকুন। আবার এরা হাইকোর্টে প্রাইমারী শিক্ষক নিয়োগের নিয়ে কেস করেছে। শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস করুন। বেতনের টাকা রাজ্য সরকার দেবে। টেন্টেড না আনটেনন্টেড, সেটা আপনাদের দেখতে হবে না। ওটা কোর্ট দেখবে। রাজ্য সরকার দেখবে। ত্রিপুরায় বিজেপি সরকার চাকরি ফিরিয়ে দিতে পারেনি, আমরা দেবো। মমতার বক্তব্যে এদিন উঠে আসে মুর্শিদাবাদ প্রসঙ্গ।F
Thanks for finally talking about > ভোটের মুখে
কল্পতরু মমতা, পশ্চিম মেদিনীপুরে প্রায় তিনশো
প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন – Home- Digital Bengal TV | রাজ্য |
দেশ-দুনিয়া | জেলা News < Liked it!
I loved as much as you’ll receive carried out right here.
The sketch is attractive, your authored material stylish.
nonetheless, you command get bought an shakiness over that you wish
be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the
same nearly very often inside case you shield this hike.
What’s up everyone, it’s my first pay a quick visit at this site, and article is in fact fruitful designed for me,
keep up posting these articles.