ডিজিটাল বেঙ্গল টিভি, ওয়েব ডেস্ক, কালিয়াচকঃ Kliachak College এ উপভোক্তা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য অনুশীলন নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কালিয়াচক কলেজে। এই শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকোন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বর্তমানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঠকার এবং ঠগানোর বিষয়ে লিপ্ত এক ধরনের ব্যবসায়ীরা।
উপভোক্তা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য অনুশীলন নিয়ে সচেতনতা শিবির
কিন্তু জনসাধারণ এখনো এ বিষয়ে অজ্ঞাত যে যদি ঠকে যায় তাহলে কোথায় যাবে বা কিভাবে এর প্রতিকার পাবে। যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার দপ্তরের মাধ্যমে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে মানুষকে সচেতন করছে। বুধবার কালিয়াচক কলেজের প্রিন্সিপাল নাজিবুর রহমানের সহযোগিতায় নির্দিষ্ট দপ্তর কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনামূলক শিবির করেন। এই শিবিরে 2019 সালের উপভোক্তা সুরক্ষা আইন এর অন্তর্গত উপভোক্তাদের অধিকার গুলি বিস্তারিতভাবে আলোচনা করেন তারা। তার সঙ্গে ২০২১ সালে কনজিউমার কমিশন ও পণ্য বা পরিষেবা বিষয়ক নির্দ ফনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। সঙ্গে সঙ্গে বেড়েছে তাপ।
Dr. Najibar Rahman মায়া মুগ্ধ পেলিং
রাস্তাঘাট স্ট্যান্ড প্রত্যেকটি জায়গায় জনসাধারণ ছুটে যাচ্ছে ঠান্ডা পানিয় জাতীয় পান করার জন্য। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিসের সর্বাধিক মূল্যের চাইতে বেশি টাকা নিচ্ছে দোকানদারেরা। এরকম পাড়ায় প্রত্যেকটা ক্ষেত্রে ক্রেতাদের ঠকানোর যে ব্যবসা শুরু হয়ে গেছে কিছু ব্যবসায়ীর মধ্যে তার প্রত্যিকারের জন্য রয়েছে বিভিন্ন হেল্পলাইন এ বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এদিনের এই শিবিরে কালিয়াচক কলেজের অদক্ষ ডক্টর মজিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা কনজুমার ওয়েলফার অফিসার নরেশ বেপারী ও ওই দফতরের আধিকার তপন বাবু এবং ফুট সেফটি বিভাগের সৌম্যদীপবাবু সহ কলেজের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ।
Abul Khair জাতি হারাল আবার এক উজ্জ্বল নক্ষত্রকে
Kliachak College ডিজিটাল বেঙ্গল টিভি, ওয়েব ডেস্ক, কালিয়াচকঃ Kliachak College এ উপভোক্তা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য অনুশীলন নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কালিয়াচক কলেজে। এই শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকোন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বর্তমানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঠকার এবং ঠগানোর বিষয়ে লিপ্ত এক ধরনের ব্যবসায়ীরা।
Good day! This is kind of off topic but I need some guidance
from an established blog. Is it very hard to set up your own blog?
I’m not very techincal but I can figure things out pretty quick.
I’m thinking about setting up my own but I’m not sure where to
begin. Do you have any points or suggestions?
Appreciate it