বাংলায় কী শিল্পের খরা কাটল? জঙ্গলমহলে জোড়া শিল্পস্থাপনে কর্মসংস্থানের বড় ইঙ্গিত

Industries

ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, প. মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ও গোয়ালতোড়ে গতকাল মুখ্যমন্ত্রী শালবনীতে জিন্দাল কোম্পানীর তাপবিদ্যুৎ ও আজ মঙ্গলবার গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্ধোধন করতে চলেছেন। এর ফলে পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান দুই জঙ্গলমহল অধ্যুষিত ব্লক পেলো শিল্পের স্বাদ, কর্মসংস্থানের দিশা। আশার আলো দেখছেন শালবনী থেকে গোয়ালতোড় ব্লকের বাসিন্দারা।

গোয়ালতোড়ের মাকলি গ্রাম পঞ্চায়েতের বর্ষা পাল বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে পড়াশোনা করছেন তার দাবী বাড়ীর সামনে এত বড়ো প্রকল্প হচ্ছে শুনে খুশি হলাম বাড়ীর কাছাকাছি চাকরি হলে পরিবারের সাথে থেকেই কাজও করতে পারবো। অপরদিকে পাথরপাড়া গ্রাম পঞ্চায়েতের অভিজিৎ বিষয় বর্তমানে বেকার তার যুক্তি এখানে একটা এত বড়ো প্রকল্প হলে আমাদের হয়তো চাকরি সরাসরি হবে না তেমন পড়াশোনা জানা নেই তবে পরোক্ষভাবে আমরা কাজ করবো বলে আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বপ্ন দেখছে প্রকল্পে সামনে চা দোকান করে চুনারাম টুডুও তিনি জানালেন প্রকল্পে বর্তমানে কর্মরত শ্রমিকদের খাবার পৌঁছে দিয়ে রোজগার করছি। আর এতেই ধীরে ধীরে সামনের বিধানসভায় প্রচারের আলোয় আসতে চাইছে বর্তমান শাসক দল।

যদিও বিজেপির তরফে কটাক্ষ করে চন্দ্রকোনারোডের গৌতম কৌড়ী জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ মানে তৃণমূলকে কাটমানি না দিয়ে শিল্প হবে না তাই সামনের বিধানসভা জিততে টাকা লাগবে চাকরি কয়লা বালি মাটি সব বন্ধ বলে এ আবার নতুন নাটক শুরু করেছে কিছুই হবে না এইসব।

এই রাজনৈতিক কুটকাচালিতে পড়ে সিঙ্গুরের মতো দশা হবে না তো আশা নিরাশার দোলাচলে পড়েও স্বপ্নে মশগুল জঙ্গলমহল দেখছে শালবনীর জিন্দালে চিমনির ধোঁয়া উড়বে গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ এর প্লেট খাবার জোগাবে তাদের খাবারের প্লেটে।

বিশেষভাবে সক্ষমদের সচেতন করতে মালদায় প্রশিক্ষকদের নিয়ে বৈঠক

One thought on “বাংলায় কী শিল্পের খরা কাটল? জঙ্গলমহলে জোড়া শিল্পস্থাপনে কর্মসংস্থানের বড় ইঙ্গিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *