Hajj টিকা নিলেন ৪১৭ জন হজযাত্রী

Hajj News

ডিজিটাল বেঙ্গল, মালদা, ২২ এপ্রিলঃ Hajj জেলায় শুরু হল হজযাত্রীদের টিকাকারণ। আগামী ১৬ মে থেকে শুরু হবে এবছরের হজযাত্রা। প্রায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তের মতো মালদা থেকেও কয়েকশো মানুষ মক্কায় যাবেন। সেখানেই হজযাত্রা করবেন তাঁরা।বিদেশে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ বাধ্যতামূলক।তাই হজযাত্রার প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের টীকাকরণ শিবির শুরু হল মালদায়। মঙ্গলবার মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়ায় টীকাকরণ শিবির অনুষ্ঠিত হয়।

মালদায় টিকা নিলেন ৪১৭ জন হজযাত্রী

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এদিন দক্ষিণ মালদার ৪১৭জন হজযাত্রীর টীকাকরণ করা হয়। এই প্রসঙ্গে মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়ার সেক্রেটারী মহম্মদ ফরিদ হোসেন জানান, এবছর মালদা থেকে মেট ৬১৯জন হজযাত্রী হজযাত্রা করতে সৌদি আরবে যাবেন। তাই হজযাত্রার প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে হজযাত্রীদের টীকাকরণ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় টীকাকরণ পর্ব চলছে সুষ্ঠুভাবে।Hajj Hajj

নিরাপত্তা বাহিনী ও পুলিশি অভিযানে খতম ৮ মাওবাদী

One thought on “Hajj টিকা নিলেন ৪১৭ জন হজযাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *