আলিপুরদুয়ার: সুপ্রিম কোর্টের রায়ে SSC মামলায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজারের। যা নিয়ে এবার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে (Education System) শেষ করে দিয়েছে তৃণমূল।”
দুর্নীতির জেরে সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র গোটা প্য়ানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে শিক্ষক সহ ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের চাকরি চলে গিয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাও বিচারাধীন। আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন।
এদিন নরেন্দ্র মোদি বলেন, “ভ্রষ্টাচারের সবথেকে খারাপ প্রভাব পড়ে যুব সম্প্রদায়ের উপর। গরিব এবং মধ্যবিত্তরা এর ফল ভোগ করে। কীভাবে চারদিক থেকে বরবাদ করে দেওয়া যায়, সেটা আমরা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দেখেছি।
তৃণমূল সরকার শাসনকালে হাজার হাজার শিক্ষকের ভবিষ্য়ত নষ্ট করে দিয়েছে। ওঁদের পরিবার, সন্তানদের শেষ করে দিয়েছে। তৃণমূল বাংলার ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের জীবন নিয়ে খেলার বিষয় নয়, রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে (Education System) শেষ করে দিচ্ছে। শিক্ষকদের উপর লক্ষ লক্ষ শিশু নির্ভরশীল। তৃণমূলের নেতারা এত বড় পাপ করেছে। এখনও নিজেদের অন্যান্য স্বীকার করছে না। উল্টে আদালতকে দোষী বলছে।”
আরও পড়ুন > Meeting | রাত পোহালেই প্রধানমন্ত্রীর সভা আলিপুরদুয়ারে
cheap amoxil – https://combamoxi.com/ order amoxil for sale
fluconazole price – click diflucan ca
lexapro generic – https://escitapro.com/# how to buy escitalopram
order generic cenforce 100mg – site order cenforce
cialis experience reddit – click when does cialis go off patent
tamsulosin vs. tadalafil – https://strongtadafl.com/ buy tadalafil no prescription
zantac 150mg drug – this zantac 300mg generic
buy viagra from pfizer – https://strongvpls.com/# buy viagra australia
I am in truth delighted to gleam at this blog posts which consists of tons of worthwhile facts, thanks object of providing such data. buy furosemide pill
Thanks on sharing. It’s acme quality. site