ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ

Dron

ডিজিটাল বেঙ্গল, পুরাতন মালদা, ২২ এপ্রিল– কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে অনেক আগে থেকেই।বীজবপণ থেকে শুরু করে ফসল কাটার কাজে বর্তমানে বহু চাষি শ্রমিকের পরিবর্তে যন্ত্রের ব্যবহার করে থাকেন। এবার কৃষিজমিতে স্প্রে করার কাজেও শুরু হতে চলেছে প্রযুক্তির ব্যবহার।

আধুনিক পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। মঙ্গলবার দুপুরে জেলায় প্রথম পুরাতন মালদা ব্লকের ভাবুক এলাকায় কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এদিকে যেমন ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে সময়ও বাঁচবে, তেমন কীটনাশক স্প্রের ক্ষতির প্রভাব থেকে চাষীদেরও  অনেকটাই মুক্তি মিলবে। মালদা জেলার অধিকাংশ এলাকা কৃষিকাজের উপর নির্ভরশীল।

বিশেষত পুরাতন মালদা ব্লকে কৃষিকাজের ক্ষেত্রে উৎপাদন সব থেকে বেশি হয়। সেই অর্থেই জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা ও ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে কীটনাশক স্প্রের  হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।এদিন প্রশিক্ষণ শিবিরে  হাজির ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার, জেলা উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ বর্মন, ব্লক সহ কৃষি অধিকর্তা সৌমজিৎ মজুমদার, ও ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অরিন্দম সিংহ সহ এলাকার চাষি ভাইরা।

টিকা নিলেন ৪১৭ জন হজযাত্রী

One thought on “ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *