টাউন স্টেশনে বিকল ৫২টি সিসিটিভি ক্যামেরা

CCTV cameras

মালদা, ডিজিটাল বেঙ্গল, ২২ এপ্রিলঃ অমৃত ভারত প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় রেলের পরিকাঠামো ৷ বিশেষত, বড় স্টেশনগুলিকে ৷ সেই তালিকায় রয়েছে মালদা টাউন স্টেশন৷ বিমানবন্দরের সমান আধুনিক রূপ দেওয়া হচ্ছে এটিকে ৷ কোটি কোটি টাকা খরচ করে যেখানে স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে, সেখানে ৫২টি সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে পড়ে রয়েছে।স্বাভাবিকভাবেই স্টেশনের নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি সামনে এসেছে কয়েকটি চুরির অভিযোগ আসার পরেই ৷ স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বিষয়টি নজরে আসে ৷ রেলের তরফে জানানো হয়েছে, মালদা টাউন স্টেশনে মোট ৫২ টি সিসিটিভি রয়েছে ৷ যার প্রত্যেকটি বিকল হয়ে রয়েছে৷ এনিয়ে কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ক্যামেরায় কোনও ত্রুটি নেই ৷ সফটওয়্যারের সমস্যার কারণে সিসিটিভি-র ফিড ডিসপ্লে ইউনিটে পাওয়া যাচ্ছে না৷

বর্তমান সময়ে ছোটখাটো ঘটনা থেকে শুরু করে বড় বড় ঘটনার কিনারা করতে সিসি ক্যামেরার ভূমিকা কতখানি, তা সকলের জানা ৷ ফিফথ জেনারেশন ইন্টারনেটের যুগে সিসি ক্যামেরা বিকল থাকা মানে, নিরাপত্তা ব্যবস্থার একাংশ ধসে পড়া ৷ ঠিক তেমনই পরিস্থিতি মালদা টাউন স্টেশনের৷

এক যাত্রী  বলেন,স্টেশনে সিসি ক্যামেরার কী পরিস্থিতি, তা যাত্রীদের জানার কোনও উপায় নেই ৷ তবে, এত বড় একটা স্টেশনে যদি সিসিটিভি ক্যামেরা কাজ না-করে, তবে তা যথেষ্ট উদ্বেগজনক ৷ এর সঙ্গে মানুষের নিরাপত্তা জড়িয়ে রয়েছে ৷ সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা ঘটছে, তাতে সিসিটিভি বিকল হয়েযাওয়া, যাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ ৷

ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্ত জানিয়েছেন, মালদা টাউন স্টেশনে ৫২ টি ক্যামেরা রয়েছে ৷ সিসিটিভি মনিটরিং বা রেকর্ডিং সিস্টেমের একাধিক ভাগ রয়েছে ৷ তার মধ্যে একটি ভাগ ক্যামেরা, দ্বিতীয় ভাগ ক্যামেরার ফিড রেকর্ডারে যায় এবং তৃতীয় ভাগ হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সেই ফিড ডিসপ্লেতে দেখানো ৷ মালদা টাউন স্টেশনে সিসিটিভি ক্যামেরায় কোনও সমস্যা নেই ৷ এখানে সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে ৷ এই সফটওয়্যার রি-ইনস্টল করে সিস্টেম ঠিক করতে হবে ৷ প্রায় দুই সপ্তাহ ধরে এই সমস্যা চলছে।  ক্যামেরা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বার্ষিক রক্ষণাবেক্ষণের চুক্তি বা এএমসি রয়েছে ৷ ওই সংস্থাকে বিষয়টি দ্রুত ঠিক করতে বলা হয়েছে ৷ যদি তারা তা করতে না-পারে, তবে ওই সংস্থার কনট্র্যাক্ট বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *