Abul Khair জাতি হারাল আবার এক উজ্জ্বল নক্ষত্রকে
ডিজিটাল বেঙ্গল টিভি, প্রতিবেদনঃ Abul Khair প্রথমেই তাঁর স্বর্গবাসের সঙ্গে মাগফেরাতের দোয়া প্রার্থনা করে ডিজিটাল বেঙ্গল মিডিয়া গ্রুপ। পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. আবুল খায়ের জালালউদ্দিন। জাতি হারাল আবারও এক উজ্জ্বল নক্ষত্রকে। গত কাল ২০ এপ্রিল ২০২৫, রবিবার সকালে ইন্তেকাল করেছেন বিশ্বের খ্যাতনামা পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক ড. আবুল খায়ের জালালউদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে হরিয়ানার গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক বিশাল শূন্যতা সৃষ্টি হল।
প্রয়াত প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা rezzak-mollah
তাঁর কর্মজীবন ও অবদানঃ
ড. জালালউদ্দিনের কর্মজীবন ছিল দীর্ঘ ও গৌরবময়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল কোয়ান্টাম মেকানিক্স, থার্মোডাইনামিক্স ও কসমোলজি। তিনি দেশ-বিদেশের জার্নালে শতাধিক গবেষণাপত্র প্রকাশ করেন এবং “একুশে পদক” সহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হন।
ড. আবুল খায়ের জালালউদ্দিন বাংলাদেশের পাশাপাশি ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গেও শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি পশ্চিমবঙ্গের হাওড়া ভিত্তিক আল-আমিন মিশন-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। যা ১৯৮৭ সাল থেকে পিছিয়ে পড়া মুসলিম সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তাঁর দিকনির্দেশনায় বহু শিক্ষার্থী উচ্চশিক্ষায় অগ্রসর হতে পেরেছে।
নীলকর সাহেবদের বাংলো ভুত বাড়ি
তাছাড়া তিনি ছিলেন Al-Ameen Trust এর চেয়ারম্যান যার পরিচালনায় শুরু হয় Al-Ameen Centre for Educational Research and Training (AACERT) । AACERT শিক্ষাবিষয়ক গবেষণা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নে কাজ করে থাকে। তাঁর পরিকল্পনায় এই প্রতিষ্ঠান বহু শিক্ষকের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।
ব্যক্তিগত জীবনঃ
ড. জালালউদ্দিনের সহধর্মিণী জলি জালালউদ্দিন একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে, যারা সকলেই উচ্চশিক্ষিত এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
এবার ফেরিওয়ালাদের মারধর ইউপিতে, উল্টো আটক ২৩ বাঙালি, কালিয়াচক থানায় উপস্থিত পরিবারের লোকজন
শেষ শ্রদ্ধাঃ
তাঁর ইন্তেকালে জাতি হারাল এক আলোকবর্তিকা, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষা, মানবতা ও জ্ঞানের সাধনায় নিবেদিত ছিলেন। সৃষ্টিকর্তা তাকে যেন সর্ব দান করেন। Abul Khair
2 thoughts on “Abul Khair জাতি হারাল আবার এক উজ্জ্বল নক্ষত্রকে”