মিলন সরকার, মুর্শিদাবাদ, ২৮ এপ্রিলঃ সামসেরগঞ্জে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা জালনোট সহ গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। সোমবার সকালে সামসেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশসূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম আলামীন শেখ (২০) এবং মিস্টার শেখ(২১)। দুজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার।
মালদার দিক থেকে জালনোট গুলো সামসেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। সোমবার দুপুরে ধৃত দুই যুবককে সাতদিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। জালনোটগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখার পাশাপাশি জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের পর কিছুদিনের জন্য কমেছিল জালনোটের কারবার। কিন্তু তা মাত্র কয়েকদিনের জন্য। সরকার নতুন দুই হাজার ও ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার পরেই ফের তা জাল হতে শুরু করে। মূলত, মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক ও বৈষ্ণবনগরকে করিডোর করেই নতুন উদ্যমে শুরু হয় জালনোটের রমরমা কারবার। কিন্তু সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন তৎপর হতেই রুট বদলায় জালনোটের কারবারীরা। বেছে নেওয়া হয় মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাকে।এখন প্রতিবেশী এই জেলার মাধ্যমেই মালদাতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় জালনোট। তারপর সেগুলি বাহক মারফত ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে। মূলত দেশের অর্থনীতিকে বিপন্ন করতেই এই ধরনের কাজ করে চলেছে প্রতিবেশী দেশের শত্রুরা বলে মনে করা হচ্ছে।
One thought on “১৬ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার দুই”