worlds-longest-swimming-competition-in-farakka . ফারাক্কায় বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুরু, দেশ-বিদেশের সাঁতারুর ভিড়।
ফারাক্কা, ৩১ আগস্টঃ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বছরও শুরু হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। বৃহস্পতিবার ভোরে সুতির আহিরণ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই ঐতিহাসিক প্রতিযোগিতার। ভোর পাঁচটায় বাঁশির শব্দে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, প্রশাসনিক আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।
প্রতিবছরের মতো এবারও প্রতিযোগিতায় দেশ-বিদেশের বহু সাঁতারু অংশ নেন। ৮১ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতার এই আসরে অংশগ্রহণকারীরা কেবল সাঁতারের দক্ষতাই নয়, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার দৃষ্টান্তও স্থাপন করেন। প্রতিযোগিতার শুরু থেকেই গঙ্গার দুই তীর জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। সকাল থেকেই নদীর ধারে স্থানীয় বাসিন্দাদের ভিড় চোখে পড়ে। অনেকে পরিবার-পরিজন নিয়ে হাজির হন প্রতিযোগীদের উৎসাহ দিতে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হিসেবে এই আয়োজন বহু বছর ধরেই ক্রীড়াজগতের ক্যালেন্ডারে বিশেষ স্থান করে নিয়েছে। মুর্শিদাবাদ জেলার গর্ব এই প্রতিযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। ইতিমধ্যেই ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকেও সাঁতারুরা অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছেন।
বাংলায় কথা বলায় কাজ থেকে বহিষ্কার >Facebook<
আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ছোটখাটো মেলা বসে, স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হন, এবং হাজার হাজার মানুষ নদীর ঘাটে ভিড় জমিয়ে একে মহোৎসবের রূপ দেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, বছরের অন্য সময়ে এমন দৃশ্য দেখা যায় না।
এক আয়োজক সদস্য বলেন, “আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে মুর্শিদাবাদ আন্তর্জাতিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে চিহ্নিত হোক। সাঁতারুরা এখানে নিজেদের শক্তি ও মানসিক সাহস প্রমাণ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মও ক্রীড়ামুখী হয়।”
Syed Mashrur Ahmed Kalimi মধ্যবঙ্গে ইসলামিক শিক্ষার অগ্রদূত
প্রতিযোগিতা চলাকালীন নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নৌকা, উদ্ধারকারী দল, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা সর্বক্ষণ প্রস্তুত রয়েছেন। জেলাশাসক থেকে স্থানীয় পুলিশ প্রশাসন – সকলেই এই প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনের জন্য সহযোগিতা করছে।
ক্রীড়াপ্রেমীদের মতে, বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুধু মুর্শিদাবাদের নয়, সমগ্র বাংলার গর্ব। প্রতিবছরই এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হচ্ছে। আগামী দিনে প্রতিযোগিতার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
worlds-longest-swimming-competition-in-farakka worlds-longest-swimming-competition-in-farakka
 
				 
			 
			 
			
Hagia Sophia tour Great for photographers, so many scenic spots. https://brunet.brefconcept.com/?p=2484
Some genuinely interesting points you have written.Assisted me a lot, just what I was looking for : D.
**mindvault**
mindvault is a premium cognitive support formula created for adults 45+. It’s thoughtfully designed to help maintain clear thinking
**prostadine**
prostadine is a next-generation prostate support formula designed to help maintain, restore, and enhance optimal male prostate performance.
**glpro**
glpro is a natural dietary supplement designed to promote balanced blood sugar levels and curb sugar cravings.
**breathe**
breathe is a plant-powered tincture crafted to promote lung performance and enhance your breathing quality.