
ভূমিসংস্কার দপ্তরে ব্যাপক রদবদল
ডিজিটাল বেঙ্গল, কলকাতা, ৩০ এপ্রিল ঃ বিপুল সংখ্যক বদলি ভূমি ও ভূমিসংস্কার দপ্ত্রে।রাজ্যজুড়ে ভূমি ও ভূমিসংস্কার দফতরের ১৯০ জনেরও বেশি আধিকারিককে বদলি করা হচ্ছে। নবান্নের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বদলির তালিকায় রয়েছেন ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার (বিএলআরও), স্পেশাল রেভিনিউ অফিসার, যুগ্ম অধিকর্তা, সহকারী অধিকর্তা এবং উপ-অধিকর্তারা । কলকাতার কিছু আধিকারিকও…