
Announces | উত্তরের সাত জেলায় সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের
ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১৭ মেঃ তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) চেয়ারম্যান ও সভানেত্রীর পদে রদবদল। চেয়ারম্যান পদে অলোক চক্রবর্তীকে সরিয়ে বসানো হল নতুন মুখ সঞ্জয় টিবরেওয়ালকে। কিন্তু সভানেত্রীর পদ থেকে পাপিয়া ঘোষকে সরানো হলেও সেই জায়গায় কোনও নাম ঘোষণা করা হয়নি। সেই পদে কি বসছেন কোনও হেভিওয়েট নেতা? শিলিগুড়িতে এনিয়ে দলের অন্দরে শুরু হয়েছে…