
ফের অশান্তির কালো মেঘ মোজমপুরে
ডিজিটাল বেঙ্গল, কালিয়াচক, ১০ এপ্রিল— বাম জমানায় প্রায় অশান্ত থাকত কালিয়াচকের মোজমপুর।বেআইনি প্রায় সমস্ত কারবার থেকে চুরি,ছিনতাই,খুনের মতো ঘটনা ছিল প্রায় নিত্যনৈমিত্তিক। ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। ফলে মানুষ আশা করেছিলেন, এবার হয়তো শান্তি ফিরবে মোজমপুরে।কিন্তু সে গুড়ে বালি। একসময় যারা সিপিএমের ছত্রছায়ায় থেকে অপরাধমূল্ক কাজ করে গিয়েছে, তারাই রাতারাতি দল বদলে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয়…