
Covid দেশজুড়ে ছড়াচ্ছে করো্রো সংক্রমণ, অ্যাডভাইজারি জারি
covid ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ২৪ মেঃ দেশের নানা প্রান্তে করোনা (Covid-19) সংক্রমণ বাড়ছে। দিল্লিতেও (Delhi) দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পংকজ সিং জানান, বৃহস্পতিবার পর্যন্ত শহরে ২৩ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বাংলাতেও খোঁজ মিলেছে করোনা সংক্রামিত একজনের। তবে সরকারের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা…