
রাজ্যমাখনা শিল্পে ১৩০০ কোটির বিনিয়োগের প্রস্তাব বাণিজ্য সম্মেলনেরাজ্য |
আসাদুল হকঃ মালদা জেলার মাখনা শিল্পের জন্য খুশির খবর নিয়ে এল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ ৷ নিউটাউনে সদ্য সমাপ্ত বাণিজ্য সম্মেলনে মালদার মাখনা শিল্পে ১৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে ৷ একটি সর্বভারতীয় মাখনা উৎপাদনকারী সংস্থা আর অ্যান্ড জি এন্টারপ্রাইজের ফাউন্ডার মেম্বার নিজে একথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে ৷ উল্লেখ্য, এবারের কেন্দ্রীয় বাজেটে বিশেষ জায়গা পেয়েছে মাখনা…