
World’s longest swimming competition in Farakka
worlds-longest-swimming-competition-in-farakka . ফারাক্কায় বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুরু, দেশ-বিদেশের সাঁতারুর ভিড়। ফারাক্কা, ৩১ আগস্টঃ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বছরও শুরু হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। বৃহস্পতিবার ভোরে সুতির আহিরণ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই ঐতিহাসিক প্রতিযোগিতার। ভোর পাঁচটায় বাঁশির শব্দে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ…