
Babla Murder Case | বাবলা খুনে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
মালদা: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের (Babla Murder Case) ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহনকে গ্রেপ্ত্রার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তাঁকে নিয়েই পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করল। ঘণ্টাখানেক ধরে মোটরবাইকে চেপে, পায়ে হেঁটে চলতে থাকে পুলিশি তদন্ত। ঘটনাস্থলে পৌঁছানো, খুন করা, পালানো সবই তদন্তকারী অফিসারদের জানায় রোহন। তদন্তের স্বার্থে নরেন্দ্রনাথ তিওয়ারিকে ফের পুলিশি হেপাজতে নিয়ে রোহনের…