West Bengal স্মার্ট মিটার
ডিজিটাল বেঙ্গল,ওয়েব ডেস্ক, ১১ জুনঃ কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজি নয় রাজ্য।পশ্চিমবঙ্গে কোনও বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না। অতীতের মতো পোস্ট পেড সিস্টেমই দেওয়া যাবে বিদ্যুতের বিল। এমনকী যেসব বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তা নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়ে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কোথাও কোনও স্মার্ট মিটার লাগানো হবে না।
এর আগে এক বিজ্ঞপ্তিতে স্মার্ট মিটার নতুন করে না বসানোর কথা জানিয়েছিল বিদ্যুৎ দফতর। স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছিলেন বহু গ্রাহক। সম্প্রতি এর প্রতিবাদে হুগলির ব্যান্ডেল সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। এই ইস্যুতে জেলায় জেলায় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে পথে নামতেও দেখা গিয়েছে।
Return | জুনে ফের উত্তরবঙ্গে আসতে পারেন মুখ্যমন্ত্রী
এমন আবহে সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছিল, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হল। এবার বিদ্যুৎমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের কোথাও স্মার্টমিটার বসানো হবে না। যেভাবে গ্রাহকরা আগে থেকে বিল দিতেন, সেভাবেই তাঁরা বিদ্যুতের বিল জমা দিতে পারবেন। কিছু বাড়িতে স্মার্ট মিটার লাগানো হলেও নতুন করে আর কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না।
West Bengal স্মার্ট মিটার West Bengal স্মার্ট মিটার