weather ঘনাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

rainfall

weather ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ২৪ মেঃ ভরা গ্রীষ্মে এযে ভন বর্ষার মরশুম। এমনই অবস্থা প্রকৃতির। গত কয়েকদিন ধরে রাজ্যের  বিভিন্ন প্রান্তে যেন বর্ষা ঋতু পুরোদস্তুর হাজির  হয়ে গিয়েছে। সকালের দিকে সূর্য কিছুক্ষণের জন্য দেখা দিলেও  বেলা বাড়তেই  মেঘের আড়ালে চলে যাচ্ছে। মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে বৃষ্টি। কোথাও মুষলধারে আবার কোথাও ঝিরিঝিরি। শুক্রবারেও আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে  আবহাওয়া দপ্তর।দক্ষিণবঙ্গজুড়ে এখন গরম-আর্দ্রতা মাঝে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গেও তুলনামূলক শান্ত আবহাওয়া। আবহাওয়া  নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে  শনিবার থেকে সোমবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি একটু বেশি হতে পারে।

 

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ শনিবার ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আকাশ মূলত মেঘলা থাকবে, কখনও বা আংশিক মেঘলা। গরম ও অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়ের গতিবেগ আরও বেশি হতে পারে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ ও কাল বাংলা জুড়েই ঝড় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের তিন থেকে চারটি জেলাতে। আগামী ২৮ মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে ২৭ মে তৈরি হচ্ছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগর দিকে এগোবে। এর ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিম মেদিনীপুরে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ থেকে এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।এর পাশাপাশি আরব সাগরেও একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ এই রাজ্যে প্রবেশ করার পর দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তবে বর্ষা আসতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। জুনের মাঝামাঝি বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।

prime minister প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা

One thought on “weather ঘনাচ্ছে নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *