ডিজিটাল বেঙ্গল, নদীয়া, ২৪ মেঃ ভারত-পাক যুদ্ধের আবহে সীমান্তে কড়া প্রহরা। তাকে উপেক্ষা করেই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা এক যুবকের।গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী থানা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।শনিবার তাকে নদীয়ার ধানতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম দেবব্রত সরকার। শনিবার অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ। ঘটনাটি নদীয়ার ধানতলা থানার বেলতলাপাড়া এলাকার।
মূলত ধানতলা এলাকা থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে ধরা পড়ছে। তার মধ্যেই তদন্ত নেমে আবারো বড় সাফল্য পুলিশের। পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই গোপন সূত্রে খবর ছিল দেবব্রত সরকার নামে ওই যুবক তার কাছে একটি দেশি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি মজুদ করে রেখেছে।সেই সূত্র নিয়ে গতকাল অভিযুক্তের বাড়িতে হানা দেয় ধানতলা থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালাতে একটি দেশি পিস্তল সহ সাত রাউন্ড গুলি উদ্ধার হয়। ওই আগ্নেয়াস্ত উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ।। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আজ তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়। প্রশাসন সূত্রে খবর ওই দেশি পিস্তল এবং গুলি কোথা থেকে সে পেয়েছিল। কি কারনেই বা মজুদ করে রেখেছিল। তা জানার জন্য আদালতে অভিযুক্তকে নিজে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রের সঙ্গে বড় কোন চক্র জড়িত আছে কিনা।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত কোথাও পাচার করার উদ্দেশ্য নিয়েই বেআইনি অস্ত্রগুলি সে বাড়িতে জমা করে রেখেছিল।
Fake Medicines | জাল ওষুধের কারবার রুখতে ছয় দফা নির্দেশিকা রাজ্যের
2 thoughts on “Weapons | বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার যুবক”