বজ্রপাতে বিহারে মৃত ১৩

thunder blust

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১০ এপ্রিল–বজ্রপাতে (thunder blast) ফলে বিহারে  ১৩ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, বেগুসরাইয়ে পাঁচ, দ্বারভাঙ্গায় চার, মধুবনিতে তিন ও সমস্তিপুরে একজনের মৃত্যু হয়েছে এই দুর্যোগে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

বিহার সরকারের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন  ছিল। তবে বৃষ্টিপাত হচ্ছিল না। এরই মধ্যে নিজেদের কাজে বের হয়েছিলেন বহু মানুষ। আচমকাই তাঁদের ওপর নেমে আসে প্রাকৃতিক বিপ্রজয়।আচমকা বিভিন্ন জায়গায় শুরু হয় বজ্রপাত।বাজ পড়ে   বেগুসরাইয়ে ৫, দ্বারভাঙ্গায় ৪, মধুবনিতে ৩ এবং সমস্তিপুরে ১ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছেন।’

আবহাওয়া দপ্তরের তরফে আগামী ২৪ ঘণ্টায় বিহার, বাংলা, সিকিম সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

thunder blast

 

 

2 thoughts on “বজ্রপাতে বিহারে মৃত ১৩

  1. This is the suitable weblog for anyone who desires to find out about this topic. You notice a lot its almost exhausting to argue with you (not that I truly would need…HaHa). You definitely put a brand new spin on a topic thats been written about for years. Nice stuff, just great!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *