
Police Officer | অপরাধে রাশ টানতে পুলিশ আধিকারিকের নতুন পদ তৈরি
ডিজিটাল বেঙ্গল, মালদা, ১৬ মেঃ অপরাধের রাশ টানতে মালদা জেলায় আরও একজন ডিএসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ৷ ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে৷ কোন ডিএসপি’র উপর কোন কাজের দায়িত্ব থাকবে, তাও ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে৷ মালদা জেলায় রয়েছে প্রায় ১৭২ কিলোমিটার ইন্দো-বাংলা সীমান্ত৷ এর মধ্যে রয়েছে জলসীমান্তও৷…