
Mamata Banerjee: রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে ‘বিশ্ব অঙ্গন’, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে?
কলকাতা: বাংলায় গড়ে উঠতে চলেছে ‘বিশ্ব অঙ্গন’, বড় ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে ? মুখ্যমন্ত্রী বলেন, আমরা হিডকোর সঙ্গে, পিপিপি মডেলে নিউটাউন এলাকায়, প্রায় ২৫ একর জমিতে, একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি। ওয়াল্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, এন্টারটেনমেন্ট, কালচালারাল প্রোগাম-সহ বিভিন্ন ক্রিয়েটিভিটির কাজে অংশ নেওয়া…