Supreme Court | বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১৬ মেঃ বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই মেটাতে হবে রাজ্যকে। শুক্রবার ডিএ মামলার অন্তর্বর্তী রায়ে এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে। এই নির্দেশের জেরে ডিএ মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। যদিও এই মামলার চূড়ান্ত ফয়সালা এখনও হয়নি। আগামী অগস্টে হবে এই মামলার পরবর্তী শুনানি।

শুক্রবার ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর আবেদনে সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত।

কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান, সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানায়, ডিএ সরকারি কর্মীদের অধিকার। কেন্দ্রের দেওয়া হারে তা রাজ্যকে দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। ২০২২ সালের নভেম্বরে প্রথম বার ডিএ মামলা ওঠে দেশের শীর্ষ আদালতে। এর পর থেকে গত কয়েক বছরে বারবার পিছিয়েছে ডিএ মামলার শুনানি। তার পর ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী রায়ে এই নির্দেশ দিল আদালত।

Draupadi Murmu | সুপ্রিম কোর্টে চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

One thought on “Supreme Court | বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *