kaliachak এ বাংলা দিবস পালন

বাংলা দিবস পালন

কালিয়াচক, ডিজিটাল বেঙ্গল, ১৬ এপ্রিল–সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সংবর্ধনা্র মধ্যে দিয়ে বাংলা দিবস উদযাপন করল কালিয়াচক ১  ব্লক তৃণমূল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কালিয়াচক টাউন লাইব্রেরিতে। প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যের প্রত্যেকটি জেলার সমস্ত ব্লককে বাংলা নববর্ষ উদযাপন করার নির্দেশ দেন। সেই নির্দেশমতো মঙ্গলবার কালিয়াচক টাউন লাইব্রেরিতে নববর্ষ ও বাংলা  দিবস উদযাপন করা হয়।

Kaliachak এ যোগ্য অভিভাবকের অভাব 

দলের ব্লক সভাপতি সারিউল শেখ সহ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।ব্যবস্থা করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতার। এদিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বিশিষ্টদের সংবর্ধিত করা হয়।ব্যাচ ও মোমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয় শিক্ষারত্ন তানিয়া রহমত, ডাক্তার দিবসকুমার সিনহা, ডাক্তার হাজিরুল ইফকার, শিক্ষক শাকিলুর রহমান, বাশিরুল হক, আবুল নাহিল মামুন ও আসিফ ইকবাল, ডিজিটাল মিডিয়া গ্রুপের কর্ণধার আসাদুল হক, সমাজসেবী  সমীর শেখ ও মনুময় চ্যাটার্জী সহ বিশিষ্টজনদের সম্মান জ্ঞাপন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজনদের সংবর্ধনা দিয়ে বাংলা দিবস উদযাপন করল কালিয়াচক তৃণমূল 

এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের অধীন বিভিন্ন অঞ্চলের সভাপতি, পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের অনুষ্ঠানে ব্লক সভাপতি সারিউল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন  মালদা জেলা পরিষদের  সদস্য বন ও ভূমি কর্মাধ্যক্ষ আবদূর রহমান,জেলা নেতা কামাল হোসেন, ব্লক মহিলা সভানেত্রী দিলরুবা খান, এফসিএসটি সেলের ব্লক সভাপতি রাজকুমার মন্ডল ও জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাবির নাদাব, কালিয়াচক ২ প্রধান জাসমিন খাতুন সহ  ব্লক ও জেলা তৃণমূল নেতৃত্ব। দিবস পালন দিবস পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *