ডিজিটাল বেঙ্গল, ত্রিপুরা,২৪ মেঃ ত্রিপুরার সিপাহীজলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব এবং কমলাসাগর মন্ডল সভাপতি মোটা অংকের টাকা খেয়ে পাম্প অপারেটরের চাকরি দিয়েছেন অন্য ওয়ার্ডের এক বাসিন্দাকে। এই অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৬ কার্ড এলাকার বাসিন্দারা পাম্পের সামনে আন্দোলনে নামেন। শুধু তাই নয়, জলের পাম্পের দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের দাবি মেনে ২৬ কার্ড এলাকায় একটি পানীয় জলের পাম্প বসানো হয়েছে। সেখানে স্থানীয় এক বেকারকে অপারেটার পদে নিয়োগ করার কথা ছিল। অভিযোগ, বিধায়ক ও মণ্ডল সভাপতি মোটা টাকার বিনিময়ে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমরেশ সরকারকে সেই চাকরি দিয়ে দেন।এর প্রতিবাদেই একজোট হয়ে সকলে আন্দোলনে নামেন। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ওয়ার্ড থেকে যতদিন পর্যন্ত চাকরি দেওয়া না হবে ততদিন পর্যন্ত দুই নম্বর ওয়ার্ড থেকে চাকরি পাওয়া অমরেশ সরকারকে জলের পাম্পে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দরজায় তালা ঝুলানো থাকবে।
বিক্ষোভকারী এক জনতা জানান,দীর্ঘদিন ধরে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৬ কার্ড এলাকার জনগণ একটি জলের পাম্প দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন। এলাকাটি উঁচু টিলাভূমি। ফলে স্থানীয় বাসিন্দাদের জলের জন্য ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রায় ৯০টি পরিবারের বসবাস সেখানে। অবশেষে গত কয়েকমাস আগে ২৬ কার্ড খামারের ভিতর একটি জলের পাম্প বসানো হয়। যথারীতি এলাকার বিধায়ক অন্তরা সরকার দেয় এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিজেপি নেতৃত্বের আলোচনাক্রমে এবং রেজুলেশন লেখা হয়েছিল, চার নম্বর ওয়ার্ড থেকে একজন বেকার যুবককে চাকরি দেওয়া হবে। যথারীতি কাজ শেষ হওয়ার পর আচমকা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমরেশ সরকারকে সেই চাকরি দিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই স্থানীয় বাসিন্দারা জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামেন। তাদের সরাসরি অভিযোগ বিজেপি মন্ডল সভাপতি এবং বিধায়িকা অন্তরা সরকার দেব মোটা অংকের টাকা খেয়ে চাকরি অমরেশ সরকারকে দিয়ে দিয়েছে। এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ওয়ার্ড থেকে যতদিন পর্যন্ত চাকরি দেওয়া না হবে ততদিন পর্যন্ত সেখানে দুই নম্বর ওয়ার্ড থেকে চাকরি পাওয়া অমরেশ সরকারকে জলের পাম্পে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দরজায় তালা ঝুলানো থাকবে।