ডিজিটাল বেঙ্গল, দার্জিলিং, ২৪ মেঃ তরাই-ডুয়ার্সে প্রায় প্রতিদিনই হাতির হানায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার গজলডোবার কাছে টাকিমারিতে হাতির হানায় মৃত্যু হয় দুই তরুণের। শুক্রবার রাতে একই ঘটনা ঘটল নকশালবাড়ি সংলগ্ন কলাবাড়ি মোড়ে। সেখানে হাতির আক্রমণে মৃত্যু হয় স্থানীয় এক বাসিন্দার।
জানা গিয়েছে, এদিন রাতে নকশালবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্তবর্তী কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি চলে আসে কলাবাড়ি এলাকায়। সেই সময় রাতে খাওয়াদাওয়া শেষ করে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন কলাবাড়ি মোড় এলাকার বাসিন্দা নির্মল ছেত্রী। আচমকাই তিনি হাতির সামনে পড়ে যান। নিমেষে একটি হাতি নির্মলকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। এরপরেই পুলিশ ও বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। দেহটি উদ্ধারে বাধা দেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসছে। তাঁদের দাবি হাতির হানা রুখতে এলাকায় নিয়মিত টলহ দিতে হবে, পাশাপাশি রাস্তার পাশে জায়গায় জায়গায় পথবাতির ব্যবস্থা করতে হবে। পরে বনকর্মীরা স্থানীয়দের দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভ থেকে সরে আসেন তাঁরা।
এদিনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হাতির হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিন রাতেই হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে সমর্থ হন বনকর্মীরা।