কোভিড আক্রান্ত ২৫৭, পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি সরকারের

257 Covid cases, situation under control, claims government

Covid effected 257

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ২০ মেঃ ২০২০ সালের কোভিড পরিস্থিতি কি ফের ফিরতে চলেছে বিশ্বজুড়ে। মঙ্গলবার পর্যন্ত সারা দেশে সংক্রামিতের সংখ্যা ছিল ২৫৭। দেশের সামগ্রিক জনসংখ্যার বিচারে এই আক্রান্তের সংখ্যা খুব কম। তবে সতর্ক থাকাটা জরুরি। কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা দেখে আতঙ্ক দানা বেঁধেছিল দেশবাসীর মনে৷ তবে, আমাদের দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভয়ের কোনো কারণ নেই। উচ্চপর্যায়ের এক বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মালদায় বাংলাদেশ থেকে সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি করা বন্ধ

হংকং ও সিঙ্গাপুরের কোভিড পরিস্থিতি দেখে সম্প্রতি দিল্লিতে একটি বৈঠক করেন চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা৷ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস-এর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেন্ট্রার ফর ডিজিস কন্ট্রোল, ইমার্জেন্সি মেডিক্যাল রিলিফ (ইএমআর), ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ -এর বিশেষজ্ঞরা। এছাড়াও বৈঠকে  কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলির চিকিৎসকরাও হাজির ছিলেন।  ৷

বৈঠকের পর এক শীর্ষ আধিকারিক জানান, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সমস্ত দিক যাচাই করে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরিসংখ্য়ান অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র ২৫৭ জন৷ দেশের মোট জনসংখ্যার বিচারে এই সংখ্যাটি খুবই নগণ্য৷ আক্রান্তদের কাউকে হাসপাতালেও ভর্তি করতে হয়নি ৷

Gourbanga University | মন্ত্রীর প্রতিশ্রুতির পরেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হয়নি সমাবর্তন

এই মুহূর্তে দেশের একাধিক মানুষ কোভিড ১৯ ছাড়াও শ্বাসযন্ত্রের ভাইরাল সমস্যা নিয়ে ভুগছেন ৷ এই অসুখের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে দেশে৷ ফলে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।তিনি আরও বলেন, সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৷ পরিস্থিতি বুঝে ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷

আইএফইএম-এর ক্লিনিক্যাল প্র্যাকটিস কমিটির চেয়ারম্যান ডাঃ তমোরিশ কোলে জানিয়েছেন, ওমিক্রন জেএম-১ স্ট্রেইনের কারণে হংকংয়ে কোভিড পরিস্থিতি ফের মাথাচাড়া দিয়েছে ৷ সিঙ্গাপুরে এই ভ্যারিয়েন্টের কারণেই করোনা দেখা দিয়েছে ৷ প্রতিটি ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ তবে, ভারতে এই নিয়ে ভয়ের কোনও কারণ নেই ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে ৷ এখনও পর্যন্ত যে কয়েকজনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তাদের কাউকে হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন হয়নি৷

তবে সংখ্যাটা কম হলেও সতর্কতা অবলম্বন করাটা জরুরি বলে মনে করছেন অনেকে। কারণ, সঠিক সময়ে সঠিকভাবে সচেতন না হওয়ার কারণেই এর আগে করোনা বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছিল।

Covid effected 257

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *